দিনের সেরাঃ আফিফ হোসেন
ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
রাজশাহী রয়্যালসের বিপক্ষে দারুণ এক সেঞ্চুরি করেছিলেন ডেভিড মালান। কিন্তু ৭৬ রানের ইনিংস খেলে সেই সেঞ্চুরিকেই আড়ালে ফেলে দিয়েছেন আফিফ হোসেন ধ্রুব। তাঁর এই ইনিংসে ভর করেই কুমিল্লাকে ৭ উইকেটে হারিয়েছে রাজশাহী।
মাঝারি লক্ষ্যের জবাবে ধীর গতিতেই লিটন দাসকে নিয়ে ইনিংস শুরু করেছিলেন আফিফ। তবে উইকেটে থিতু হয়েই খোলস বদলেছেন। দুজনে মিলে আল আমিনের এক ওভারেই তুলেছেন ২৪ রান।

দলীয় ৬০ রানে লিটন (২৭) ফেরার পর কিছুটা রক্ষণাত্মক খেলেছেন আফিফ। তিনে নামা শোয়েব মালিকও খুব বেশিক্ষণ টেকেননি। তবে অভিজ্ঞ অলরাউন্ডার রবি বোপারাকে নিয়ে রাজশাহীর জয়ের পথ সুগম করে দেন আফিফ।
৩৭ বলে ৫০ পেরিয়েও আগ্রাসী ব্যাটিং চালিয়ে গেছেন তিনি। আল আমিন হোসেনের বলে ডেভিড মালানের হাতে ধরা পড়ার আগে ৫৩ বল খেলে ৮টি চার এবং ২টী ছক্কা মেরেছেন আফিফ।
এর আগে বল হাতে দলের জন্য গুরুত্বপূর্ণ একটি ব্রেকথ্রু এনে দিয়েছেন এই স্পিনার। এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে আউট করেছেন আগের ম্যাচে ৯৬ রান করা কুমিল্লার ওপেনার ভানুকা রাজাপাকশেকে। দুর্দান্ত পারফরম্যান্সে ডেভিড মালানের সঙ্গে যৌথ ভাবে ম্যাচ সেরা হয়েছেন আফিফ।