মালানের সেঞ্চুরিতে লড়াইয়ের পুঁজি পেল কুমিল্লা
ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
ডেভিড মালানের সেঞ্চুরিতে ভর করে রাজশাহী রয়্যালসের বিপক্ষে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭০ রান সংগ্রহ করেছে কুমিল্লা ওয়ারিয়র্স। মালান ছাড়া আর কেউই বড় ইনিংস খেলতে পারেননি।
টসে হেরে ব্যাটিং করতে নেমে ডেভিড মালা?? এবং ভানুকা রাজাপাকশে ভালো শুরু এনে দিতে পারেননি কুমিল্লাকে। ব্যক্তিগত ১০ রানে রাজাপাকশে এলবিডব্লিউ হয়ে ফিরলে এই জুটি ভাঙে।
রাজাপাকশেকে ফিরিয়েছেন আফ্রিফ হোসেন ধ্রুব। এরপর ব্যর্থ হয়েছেন সাব্বির রহমানও। বঙ্গবন্ধু বিপিএলে আগের ম্যাচগুলোতে জ্বলে উঠতে পারেননি সাব্বির।

রাজশাহীর বিপক্ষে মাত্র ৫ রান করে আন্দ্রে রাসেলের বলে ইনসাইডএজে বোল্ড হয়ে ফিরেছেন। রাজাপাকশে এবং সাব্বির ফিরলেও সৌম্য সরকারকে নিয়ে রান বাড়িয়েছেন মালান।
সৌম্য ২০ রান করে বোপারার শিকার হয়ে ফিরলে ৫০ রানের এই জুটি ভাঙে। সৌম্য ফেরার পর মালানকে সঙ্গ দিতে ব্যর্থ হয়েছেন অধিনায়ক দসুন শানাকা এবং ইয়াসির আলী।
শানাকা ১১ এবং ইয়াসির রানের খাতা খোলার আগেই আবু জায়েদ রাহির শিকার হয়েছেন। মাহিদুল ইসলাম অঙ্কনও ফিরে গেছেন মাত্র ৪ রান করে। মোহাম্মদ ইরফানও বেশিদূর এগোতে পারেননি।
তিনি আউট হয়েছেন ৫ রান করে। তবে একপ্রান্ত আগলে রেখে ৫৪ বলে দারুণ এক সেঞ্চুরি তুলে নিয়েছেন মালান। মালান ৫৪ বলে ১০০ রান করে অপরাজিত ছিলেন শেষ পর্যন্ত। মুজিব অপরাজিত ছিলেন ২ রান করে।
সংক্ষিপ্ত স্কোরঃ
কুমিল্লাঃ ১৭০/৮ (২০ ওভার) (মালান ১০০*, সৌম্য ২০*; ইরফান ২/২৩)