খেলোয়াড় স্বল্পতায় সিলেট!

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে আছে সিলেট থান্ডার। টুর্নামেন্টে ৬ ম্যাচ খেলে ফেললেও এখনও সঠিক কম্বিনেশনের খোঁজে রয়েছে হার্শেল গিবসের দল। সিলেটের অভিজ্ঞ ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন সংবাদ সম্মেলনে এসে এমনটাই জানিয়েছেন।
প্লে-অফ পর্বের আগে আর ৬টি ম্যাচ আছে সিলেটের হাতে। শেষ চারে খেলতে হলে প্রায় সবকটি জিততে হবে মোসাদ্দেক হোসেনের দলকে।

সিলেট স্কোয়াডে টি-টোয়েন্টি স্পেশালিষ্টরা থাকলেও জ্বলে উঠতে পারছে না। মিঠুন জানালেন, দলের বেঞ্চ বেশি শক্তিশালী নয়। হাতে গোনা কয়েকজন ক্রিকেটার নিয়ে দলটি বানানো হয়েছে। তাই টিম ম্যানেজমেন্ট সঠিক কম্বিনেশনের খোঁজে রয়েছে।
মিঠুন বলেন, ‘যদি আমাদের দলটি দেখেন, তাহলে দেখবেন যে আমাদের বাইরে কিন্তু খুব বেশি অপশন নেই যে, কাউকে বাদ দিয়ে অন্য কাউকে সুযোগ দিবে। কারণ আমাদের দলটি সেভাবেই বানানো। হাতে গোনা কিছু খেলোয়াড়দের নিয়ে আমাদের দলটি গড়া।’
‘আমাদের রিজার্ভ বেঞ্চ এত শক্তিশালী না যে ঘুরিয়ে ফিরিয়ে নতুন ক্রিকেটার, যে এমন কিছু করেনি তাঁকে দিয়ে রান করাবো। আমরা এখনও টিম কম্বিনেশনটি খুঁজছি। কীভাবে দলটি আরও শক্তিশালী হতে পারে,.টিম ম্যানেজমেন্ট এখানে কাজ করছে বিষয়টি সমাধান করার জন্য।’
বিপিএলের শুরুর চার ম্যাচে হারের তিক্ত স্বাদ পায় সিলেট। নিজেদের পঞ্চম ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে জয় পায় দলটি। কিন্তু চট্টগ্রাম পর্বে নিজেদের শেষ ম্যাচে ঢাকার বিপক্ষে আবারও হারে মোসাদ্দেক হোসেনের দল।
হারের প্রসঙ্গে মিঠুন বলেন, ‘বলার আসলে কিছু নেই। ফলাফল সব সময় অনুকূলে থাকে না। যেভাবে আমাদের ম্যাচটি হওয়া উচিত ছিল, মনে হয় আমরা পুরো ম্যাচটি সঠিকভাবে খেলেছি।’