রাজশাহীর অপরিবর্তিত একাদশ

ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
বঙ্গবন্ধু বিপিএলে নিজেদের পঞ্চম ম্যাচে কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে খেলতে নামছে রাজশাহী রয়্যালস। আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে দুই দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায়।
ইতোমধ্যে এই ম্যাচের টস অনুষ্ঠিত হয়েছে। টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রাজশাহী রয়্যালস অধিনায়ক আন্দ্রে রাসেল। এই ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে রাজশাহী।

রাজশাহী রয়্যালসঃ
অলক কাপালী, ফরহাদ রেজা, কামরুল ইসলাম, আবু জায়েদ, নাহিদু ইসলাম, লিটন দাস, আফিফ হোসেন, শোয়েব মালিক, রবি বোপারা, আন্দ্রে রাসেল ও মোহাম্মদ ইরফান।
কুমিল্লা ওয়ারিয়র্সঃ সৌম্য সরকার, ভানুকা রাজাপাকশে, দাসুন শানাকা (অধিনায়ক), আল আমিন হোসেন, ইয়াসির আলি চৌধুরি, সাব্বির রহমান, সুমন খান, মুজিব-উর-রহমান, ডেভিড মালান, মাহিদুল অঙ্কন ও রবিউল ইসলাম।