promotional_ad

দায়িত্ব আরও বেড়ে গেলঃ মেহেদী

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


পরপর দুই ম্যাচে ঢাকা প্লাটুনের জয়ের নায়ক মেহেদী হাসান। শেষ দুই ম্যাচে দলকে জিতিয়ে ম্যাচসেরা হয়েছেন পুরোদস্তর ব্যাটসম্যান হয়ে ওঠা ডানহাতি এই অফ স্পিনার। সিলেট থান্ডারের বিপক্ষে মঙ্গলবার হাফ সেঞ্চুরি করার আগে বল হাতে এক উইকেট নেন মেহেদী। এমন পারফরম্যান্সের পর তরুণ এই ক্রিকেটার জানালেন, নিজের আত্মবিশ্বাস বাড়ার পাশাপাশি তাঁর দায়িত্বও বেড়ে গেছে।


চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে কুমিল্লার বিপক্ষে তিন নম্বরে ব্যাটিংয়ে নেমে ঝড়ো ৫৯ রান করার পাশাপাশি বোলিংয়ে ৯ রান খরচায় ২ উইকেট নেন মেহেদী। এবারের আসরে সবচেয়ে কম খরুচে বোলিং এটা। পরের দিন একই পজিশনে সিলেটের বিপক্ষে ৫৬ রান ও এক উইকেট নিয়ে আবারও জয়ের নায়ক তিনি।



promotional_ad

মেহেদির ধারাবাহিকতা এবং তামিম ইকবালের অভিজ্ঞতার ওপর ভর করে হেসেখেলে সিলেটকে হারিয়ে চট্টগ্রাম পর্বের ইতি টানল ঢাকা। তামিমের সঙ্গে গুরুত্বপূর্ণ ৮৭ রানের জুটি গড়েন মেহেদী। ম্যাচ শেষে তিনি জানিয়েছেন, নিজের সহজাত খেলাটা খেলেছেন বলেই সফল হয়েছেন।


মেহেদী বলেন, ‘চেষ্টা ছিল আগের ম্যাচে যেভাবে খেলেছি, ওইভাবে খেলার। আগের ম্যাচে পাওয়ার প্লেতে নেমেছিলাম, আজ পরে নেমেছি। নিজের সহজাত ব্যাটিংটা করারই চেষ্টা করেছি।’ 


‘পর পর দুই ম্যাচে ভালো খেলেছি, নিজেকে আত্মবিশ্বাসী মনে হচ্ছে। প্রথম ম্যাচ ভালো খেলার পর আত্মবিশ্বাস বেড়ে গেছে এবং দায়িত্ব আরও বেড়ে গেল। দলের একটা আশা চলে এসেছে আমার প্রতি। চেষ্টা থাকবে সামনেও এভাবে খেলার।’



মেহেদীর অলরাউন্ড পারফরম্যান্সে সিলেটের বিপক্ষে ঢাকা জয় পেয়েছে ৮ উইকেটে। ৬ ম্যাচের ৪টিতে জিতে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থেকে ঢাকা পর্ব শুরু করবে মাশরাফি বিন মুর্তজার দল। ২৭ ডিসেম্বর থেকে শুরু হবে ঢাকার দ্বিতীয় পর্বের খেলা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball