পাকিস্তান নিরাপদ নয় প্রমান করঃ এহসান মানি

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
নিরাপত্তা ইস্যুতে পাকিস্তান সফরে টেস্ট খেলতে রাজি নয় বাংলাদেশ। বিষয়টি নিয়ে কয়েকদিন ধরে দুই বোর্ডের মধ্যে আলোচনা চলছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান এহসান মানি জানিয়েছেন, বাংলাদেশকে পাকিস্তানের মাটিতেই টেস্ট খেলতে হবে।
পাকিস্তান যে নিরাপদ নয়, সেটার প্রমাণও দিতে বলেছেন তিনি। সেই সঙ্গে প্রতিবেশী দেশ ভারতকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন পিসিবি চেয়ারম্যান। এহসান মানির মনে করেন, পাকিস্তানের তুলনায় বর্তমানে ভারতে নিরাপত্তা কম এবং সেখানে ঝুঁকি বেশি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন পিসিবি চেয়ারম্যান। এহসান মানির মতে, পাকিস্তান যে ক্রিকেটের জন্য নিরাপদ সেটার প্রমাণ সবাই পেয়েছে। শ্রীলঙ্কা দলের পাকিস্তানে টেস্ট খেলাকে ইঙ্গিত করে এমন মন্তব্য করেছেন তিনি।
এহসান মানি বলেন, ‘আমরা প্রমাণ করেছি যে পাকিস্তান নিরাপদ। যদি কোনো দেশ পাকিস্তানে আসতে রাজি না হয়, তাকে প্রমাণ করতে হবে যে এখানে আসা নিরাপদ নয়। এই মুহূর্তে ভারত সবচেয়ে কম নিরাপদ আমার মতে।’

বাংলাদেশসহ বাকি দেশগুলোর বিপক্ষে টেস্ট সিরিজ পাকিস্তানেই আয়োজন করতে চায় পাকিস্তান। এহসান মানি আশাবাদী, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিষয়টি বিবেচনা করবে এবং মেনে নেবে।
তিনি আরও বলেন, ‘পাকিস্তানের ঘরের টেস্ট কোথায় হবে, এটি নিয়ে কারও কোনো ভ্রান্ত ধারণা থাকা উচিত নয়। বাংলাদেশ হোক বা অন্য যে কোনো দলের বিপক্ষে, পাকিস্তানের সব ম্যাচ পাকিস্তানেই হবে।’
‘আমি আশাবাদী বাংলাদেশ পাকিস্তান সফরে আসবে। কারণ সফর না করার কোনো কারণ নেই। শ্রীলঙ্কা পাকিস্তান সফরে আসতে পারলে অন্যরা পারবে না কেন?’ মানি আরও যোগ করেন।
পাকিস্তানের মাটিতে শুধু টি-টোয়েন্টি সিরিজ খেলতে চায় বাংলাদেশ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চাওয়া, টেস্ট সিরিজ হোক নিরপক্ষ ভেন্যুতে।
বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেছিলেন, ‘এই মুহূর্তে পাকিস্তানের মাটিতে শুধু টি-টোয়েন্টি সিরিজ খেলতে চাই আমরা। আমদের চাওয়া টেস্ট সিরিজটি পাকিস্তান নিরপক্ষ ভেন্যুতে আয়োজন করুক। কিন্তু সেটা কোথায় করবে, এটার সিদ্ধান্ত পাকিস্তানের ওপর ছেড়ে দিয়েছি আমরা।’
২৩ জানুয়ারি মাঠে গড়াতে পারে পাকিস্তান-বাংলাদেশের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজটি। সিরিজের বাকি দুটি ম্যাচ হতে পারে ২৫ এবং ২৭ জানুয়ারি। রাওয়ালপিন্ডি এবং করাচিতে ম্যাচগুলো আয়োজন করতে চায় পিসিবি।
টেস্ট সিরিজও এই ভেন্যুতে খেলতে আগ্রহী পাকিস্তান। তবে বাংলাদেশের চাওয়া নিরপক্ষ ভেন্যুতে টেস্ট খেলা হোক। এমনকি বিসিবি চাইছে যেকোনো একটি ভেন্যুতে টি-টোয়েন্টি সিরিজ খেলতে।