বাংলাদেশ-আয়ারল্যান্ডের ওয়ানডে সিরিজের সূচি প্রকাশ

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
২০২০ সালে আয়ারল্যান্ড সফরে যাবে বাংলাদেশ। সেখানে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে মুশফিকুর রহিম, তামিম ইকবালরা। ইতোমধ্যে আসন্ন সিরিজটির সূচি প্রকাশ করেছে ক্রিকেট আয়ারল্যান্ড।
আগামী মে মাসে শুরু হবে বাংলাদেশ-আয়ারল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ১৪ মে আয়ারল্যান্ডের স্টোরমন্টে মাঠে গড়াবে সিরিজের প্রথম ম্যাচ।

সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ১৬ এবং ১৯ মে। সবগুলো ম্যাচ একই ভেন্যু স্টোরমন্টে আয়োজিত হবে।
আয়ারল্যান্ড সফরে একটি টেস্ট ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের। কিন্তু বোর্ডের আর্থিক সমস্যার কারণে টেস্ট ম্যাচটি আয়োজন করতে চায় না ক্রিকেট আয়ারল্যান্ড।
টেস্ট ম্যাচটির পরিবর্তে বাংলাদেশের বিপক্ষে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে চায় তারা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ইতোমধ্যে এই প্রস্তাব দিয়েছে আয়ারল্যান্ড। বিসিবিও আয়ারল্যান্ডের এই প্রস্তাবে সায় দিয়েছে।
এবার টি-টোয়েন্টি সিরিজের ভেন্যুও পরিবর্তন করতে চায় ক্রিকেট আয়ারল্যান্ড। ঘরের মাঠের সিরিজটি ইংল্যান্ডের মাটিতে আয়োজনের পরিকল্পনা করছে তারা।
সবকিছু ঠিক থাকলে ওয়ানডে সিরিজের পরপরই টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল।