দিনের সেরাঃ আন্দ্রে রাসেল
ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
আন্দ্রে রাসেলের অলরাউন্ড নৈপুণ্যে খুলনা টাইগার্সকে ৭ উইকেটের ব্যবধানে হারিয়েছে রাজশাহী রয়্যালস। বল হাতে ৩৭ রানে ৪ উইকেট নেয়ার পর, ব্যাট হাতে ২৮ রানের ইনিংস খেলেছেন এই ক্যারিবীয় ওপেনার।
এই ম্যাচে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন রাসেল। প্রথম ওভারেই তিনি বল হাতে তুলে নেন। প্রথম ওভারেই রহমানউল্লাহ গুরবাজ এবং মেহেদী হাসান মিরাজকে ফেরান তিনি।

এরপর শহিদুল ইসলামকে আউট করেছেন রাসেল। খুলনার হয়ে সর্বোচ্চ রান করা শামসুর রহমান শুভকেও ফিরিয়েছেন এই ডানহাতি পেসার। তাঁর বোলিং তান্ডবেই খুলনার ইনিংস থামে ১৪৫ রানে।
মাঝারি লক্ষ্যে খেলতে নেমে রাজশাহীকে জয়ের পথেই রেখেছিলেন লিটন দাস এবং আফিফ হোসেনরা। ৪ নম্বরে ব্যাটিংয়ে নেমে ১৯ বলে ২৮ রানের ঝড়ো ইনিংস খেলেছেন রাজশাহী দলপতি রাসেল।
অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচের সেরা খেলোয়াড়ও হয়েছেন তিনি। এই জয়ের ফলে বঙ্গবন্ধু বিপিএলের পয়েন্ট টেবিলে দুই নম্বরে উঠে এসেছে দলটি। সেই সঙ্গে প্লে অফে যাওয়ার আশাও জোড়ালো করেছে তারা।