বাংলাদেশকে পাকিস্তানেই খেলতে হবে, পিসিবি চেয়ারম্যানের হুঁশিয়ারি

ছবি: ছবিঃ পিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান এহসান মানি জানিয়েছেন, বাংলাদেশসহ সকল দলের বিপক্ষে টেস্ট সিরিজ পাকিস্তানেই আয়োজন করতে চান তাঁরা। তিনি আশাবাদী বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিষয়টি বিবেচনা করবে এবং মেনে নেবে।
গত কিছুদিন ধরেই বাংলাদেশের পাকিস্তান সফর নিয়ে টানাপোড়েন চলছে। আগামী মাসে পাকিস্তান সফরে বাংলাদেশ কেবল টি-টোয়েন্টি খেলতে চায়। টেস্টের জন্য নিরপ্রেক্ষ ভেন্যুর প্রস্তাব দিয়েছে বিসিবি। এবার সেই প্রস্তাবকে নাকচ করে পাকিস্তানেই টেস্ট সিরিজ খেলার আহ্বান জানিয়েছেন পিসিবি চেয়ারম্যান।

এহসান মানি বলেছেন, 'পাকিস্তানের ঘরের টেস্ট কোথায় হবে, এটি নিয়ে কারও কোনো ভ্রান্ত ধারণা থাকা উচিত নয়। বাংলাদেশ হোক বা অন্য যে কোনো দলের বিপক্ষে, পাকিস্তানের সব ম্যাচ পাকিস্তানেই হবে। আমি এখনও আশা করি, বিসিবি বিষয়টি বিবেচনা করবে এবং মেনে নেবে যে, তাদের পাকিস্তান সফরে না আসার কোনো কারণ নেই।'
শ্রীলঙ্কার বিপক্ষে সদ্যই ঘরের মাটিতে টেস্ট সিরিজ আয়োজন করেছে পাকিস্তান। সিরিজ আয়োজনের পরই ঘরের মাঠে আরও টেস্ট সিরিজ আয়োজনের জন্য জোর গলায় দাবি জানাচ্ছেন পিসিবি চেয়ারম্যান।
এ প্রসঙ্গে এহসান মানি বলেছেন, 'শ্রীলঙ্কা যদি আসতে পারে, যাদের নিয়ে আসা ছিল খুব ঝুঁকিপূর্ণ, তার মানে এটি নিরাপদ। যদি ছোটখাটো কিছুও ঘটত, তখন না হয় সবাই বলতে পারত এখানে আসা নিরাপদ নয়। তারা (শ্রীলঙ্কা) এখানকার মানুষকে বিশ্বাস করেছে এবং এসেছে। পরে তারা এমনকি আফসোসও করেছে, যদি তারা সীমিত ওভারের সিরিজও খেলতে পারত! কারণ, তারা যা শুনেছে এবং এখানকার যে বাস্তবতা, তা অনেকটাই ভিন্ন।'
চলতি বছরের শুরুতে নিউজিলান্ডে অল্পের জন্য সন্ত্রাসী হামলা থেকে বেঁচে গিয়েছিল বাংলাদেশ দল। এখন ভারতেও চলছে রাজনৈতিক অস্থিরতা। যারা মনে করেন পাকিস্তান নিরপদ নয়, তাদের সেটা প্রমাণ করে দেখানোর কথা বলেছেন এহসান মানি।
পিসিবি চেয়ারম্যানের ভাষ্যমতে, 'ক্রাইস্টচার্চের ঘটনা মনে করুন (সন্ত্রাসী হামলা থেকে অল্পের জন্য বেঁচে যাওয়া), এমন ঘটনা অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড, এমনকি বিশ্বের যে কোন জায়গায় ঘটতে পারে। নিরাপত্তার দিক থেকে, পাকিন্তানের চেয়ে ভারতে এখন গণ্ডগোল অনেক বেশি হচ্ছে। আমি কোনো খেলোয়াড়ের নিরাপত্তা বা সুরক্ষা নিয়ে ঝুঁকি নেব না। এখানে আসা নিয়ে যাদের দুর্ভাবনা আছে, তাদের কথা শুনব, তবে শেষ পর্যন্ত তাদের প্রমাণ করতে হবে এখানে আসা নিরাপদ নয়।'