promotional_ad

বর্ণবাদী আচরণ করে বিপাকে আফ্রিদি

ছবিঃ আইসিসি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


কিছুদিন আগেই দক্ষিণ আফ্রিকান পেসার আন্দেলো ফেহলুখয়োকে বর্ণবাদী মন্তব্য করে চার ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন সরফরাজ আহমেদ। এবার বর্ণবাদী মন্তব্য করে ফেঁসে যাচ্ছেন পাকিস্তানের পেসার শাহীন শাহ আফ্রিদি।


এক সাংবাদিকের গায়ের রঙ নিয়ে রসিকতা করে সমালোচকদের রোষানলে পড়েছেন পাকিস্তানের এই সেনসেশন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আফ্রিদি ক্ষমা না চাইলে মামলার হুমকি দিয়েছেন সেই সাংবাদিক।



promotional_ad

করাচি টেস্টের দ্বিতীয় দিন (২০ ডিসেম্বর) প্রথমবারের মতো ৫ উইকেট শিকার করে সংবাদ সম্মেলনে আসেন আফ্রিদি। সেখানে আসগর আলী মোবারক নামের এক সাংবাদিককে রসিকতা করে আফ্রিদি বলেন,  'আপনার ওপর একটু আলো ফেলুন তো, যাতে একটু ভালো করে দেখতে পারি।' 


আর তাতেই ক্ষেপেছেন সেই সাংবাদিক। জানিয়েছেন, ক্ষমা না চাইলে উপযুক্ত শিক্ষা দেবেন তিনি। দরকার হলে পাকিস্তান ক্রিকেট বোর্ডকেও তিনি আদালতে নেয়ার হুমকি দিয়েছেন।


আসগর এক ভিডিও বার্তায় বলেছেন, 'সে যদি এ জন্য প্রকাশ্যে ক্ষমা না চায়, তবে আমি শাহীন, পাকিস্তান বোর্ড এবং এর সঙ্গে যারা জড়িত সবাইকে আদালতে নেব। কারণ এর আগেও এমন কিছু হওয়ার পর আমি আদালতে নিয়েছি এবং প্রকাশ্যে ক্ষমা চাইতে বাধ্য করেছি। আমরা যদি পাকিস্তানি ক্রিকেটারদের এখনই শিক্ষা না দিই তবে তারা এসব কাজ করতেই থাকবে।'



আফ্রিদির বিরুদ্ধে আইসিসির আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে আসগর বলেন, 'আমি প্রশ্ন করার পরই আফ্রিদি আমার গায়ে আলো ফেলতে বলে যেন সে আমাকে দেখতে পায়! এটা তো বর্ণবাদী আচরণ। কারণ আমার গায়ের রং কালো। এই মন্তব্য করে শাহিন আইসিসির আচরণবিধি ভঙ্গ করেছে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball