আমরা টুর্নামেন্ট জমিয়ে দিয়েছিঃ মুশফিক

ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
খুলনা টাইগার্সের অধিনায়ক মুশফিকুর রহিম মনে করেন যেকোনো দলেরই সামর্থ্য রয়েছে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনালে জায়গা করে নেয়ার।
রবিবার (২১ ডিসেম্বর) বঙ্গবন্ধু বিপিএলে দুটি অঘটন ঘটেছে। পয়েন্ট টেবিলের দুই নম্বরে থাকা খুলনা টাইগার্সকে হারিয়েছে প্রথম চার ম্যাচেই হারের স্বাদ পাওয়া সিলেট থান্ডার। অন্যদিকে শীর্ষে থাকা চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে হারিয়েছে তলানিতে থাকা রংপুর রাইডার্স।

তারাও টুর্নামেন্টে প্রথম জয় পেয়েছে। মুশফিক মনে করেন তাঁর দল হারায় টুর্নামেন্ট জমে গেছে। এর ফলে টুর্নামেন্টটি আরও উন্মুক্ত হয়ে গেছে বলেই ধারণা খুলনা টাইগার্সের অধিনায়কের।
মুশফিক বলেছেন, ‘খেলাটা জমায় দিলাম আর কী! টুর্নামেন্টটা এখন জমে গেলো। এখন (সন্ধ্যায়) রংপুরও যদি জিতে যায় তাহলে টুর্নামেন্ট আরও উন্মুক্ত হয়ে যাবে। আমি এটাই বলছিলাম যে, আমরা (হেরে) খেলাটা জমায় দিলাম (হাসি)।’
মুশফিকের এই বক্তব্যের পর ঠিকই চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৬ উইকেটে হারিয়েছে রংপুর। মুশফিক ক্রিকেটীয় ব্যাখ্যা দিয়ে বলেছেন, এই ম্যাচে সিলেটের হারানোর কিছুই ছিল না। ম্যাচ জয়ের আকাঙ্ক্ষার কারণে বেশ কিছু পরিবর্তন নিয়ে মাঠে নেমেছিল সিলেট। এই পরিবর্তনই প্রভাব ফেলেছে বলে মনে করেন তিনি।
খুলনার অধিনায়ক বলেন, ‘আসলে টি-টোয়েন্টি ফরম্যাট এমন একটা খেলা, যারা হারতে থাকে তাদের কিন্তু আর হারানোর কিছু থাকে না। ওরা দুইজন (জনসন চার্লস এবং আন্দ্রে ফ্লেচার) যেভাবে ব্যাটিং করেছে...কারণ ওরাও জানতো যে এখানে ১৩০-১৪০ করে কিছু হবে না।'
'তাই যা পারি প্রথম থেকেই করে ফেলি। অন্য কোনো দল হলে হয়তো ওভাবে প্ল্যান করতো যে ১৭০-১৮০ করবো। কিন্তু ওদের মধ্যে এমন কিছু ছিলো না। ওরা শুরু থেকেই ভেবেছে যে যত বেশি করা যায়। আমার মনে হয় যে, এমন দলগুলোই বেশি বিপদজনক’, যোগ করেছেন মুশফিক।