promotional_ad

গ্রেগরির ক্যাচ মিস ম্যাচের টার্নিং পয়েন্টঃ মঞ্জুরুল

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৬ উইকেটে হারিয়ে বঙ্গবন্ধু বিপিএলে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে রংপুর রেঞ্জার্স। আর এই ম্যাচের জয়ের নায়ক রংপুরের ইংলিশ অলরাউন্ডার লুইস গ্রেগরি।


৫ ছক্কা এবং ৬ চারের সাহায্য মাত্র ৩৭ বলে ৭৬ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি। তবে এই ইনিংস খেলার পথে একবার জীবন পান গ্রেগরি। পরবর্তীতে সেই সুযোগ কাজে লাগিয়ে দলকে এনে দেন দারুণ এক জয়।



promotional_ad

ম্যাচ শেষে গ্রেগরিকে জীবন দেয়ার ব্যাপারটিকে ম্যাচের টার্নিং পয়েন্ট হিসেবে উল্লেখ করেন চট্টগ্রামের বোলিং কোচ মঞ্জুরুল ইসলাম। তাঁর বিশ্বাস গ্রেগরির ক্যাচ লুফে নিতে পারলে ম্যাচটি জিততে পারতো চট্টগ্রাম।


মঞ্জুরুল বলেন, 'ব্যাটিংটা আসলেই ভালো করেছে তারা, সেই কারণেই জিতেছে। ব্যাটিংটা তারা অনেক ভালো করেছে। রান ঠেকিয়ে হয়তো বল করতে পারেনি, তবে একটা একটা সুযোগ এসেছিল ২৬ রানে। ঐ ক্যাচটি যদি আমরা ধরতে পারতাম তাহলে খেলা চেঞ্জ হয়ে যেতে পারতো। এটাই ছিল টার্নিং পয়েন্ট।'


চট্টগ্রামের বিপক্ষে এই জয়ের পরও অবশ্য পয়েন্ট টেবিলের তলানিতেই আছে রংপুর রেঞ্জার্স। ৫ ম্যাচে এক জয় পাওয়া দলটির নেট রান রট -১.৭৯৯। তাদের এক ধাপ উপরে -০.৫ রান রেট নিয়ে অবস্থান সিলেট থান্ডারের।  




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball