জয় খরা কাটাল রংপুর

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
চলমান বঙ্গবন্ধু বিপিএলে একটি জয়ের জন্য অনেকটা হন্যে হয়ে ছিল রংপুর রেঞ্জার্স। অবশেষে টুর্নামেন্টের ১৬তম ম্যাচে এসে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে অধরা সেই জয়ের দেখা পেল তারা।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ইমরুল কায়েসের নেতৃত্বাধীন চট্টগ্রামকে ৬ উইকেটে হারিয়ে প্রথম জয় তুলে নেয় টম অ্যাবেলের রংপুর। চট্টগ্রামের দেয়া ১৬৪ রানের লক্ষ্য ৮ বল হাতে রেখে টপকে যায় রংপুর।
এদিন শুরুতে টস জিতে চট্টগ্রামকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান রংপুর অধিনায়ক অ্যাবেল। এরপর ব্যাটিংয়ে নেমে ওপেনার আভিস্কা ফার্নান্দোর হাফ সেঞ্চুরিতে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৬৩ রান সংগ্রহ করে চট্টগ্রাম।

৪ ছক্কা এবং ৮ চারের সাহায্যে মাত্র ৪০ বলে ৭২ রানের ইনিংস খেলেন ফার্নান্দো। এছাড়া উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান ১৮ বলে ২০ রান করেন। রংপুরের হয়ে ২টি করে উইকেট নেন মুস্তাফিজুর রহমান এবং লুইস গ্রেগরি। আর একটি করে উইকেট পান মুকিদুল ইসলাম, মোহাম্মদ নবী ও সঞ্জিত সাহা।
১৬৪ রানের লক্ষ্যে খেলতে নেমে ৭৬ রানের মাথায় ৪ উইকেট হারালেও লুইস গ্রেগরি এবং ফজলে মাহমুদের দারুণ ব্যাটিংয়ে সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে রংপুর।
ইংলিশ অলরাউন্ডার গ্রেগরি ৫ ছক্কা এবং ৬ চারের সাহায্যে মাত্র ৩৭ বলে ৭৬ রানের অপরাজিত ইনিংস খেলেন। আর তাঁর সঙ্গী ফজলে মাহমুদ ২১ বলে ৩৮ রানে অপরাজিত থাকেন। রংপুরের হয়ে ৩৭ রান খরচায় ২ উইকেট শিকার করেন পেসার রুবেল হোসেন। এছাড়া একটি করে উইকেট নেন মেহেদি হাসান রানা ও লিয়াম প্লাঙ্কেট।
সংক্ষিপ্ত স্কোরঃ
চট্টগ্রাম চ্যালেঞ্জার্সঃ ১৬৩/৭ (২০ ওভার) (আভিষ্কা ৭২, সোহান ২০; মুস্তাফিজ ২/২৩, গ্রেগরি ২/২৭)
রংপুর রেঞ্জার্সঃ ১৬৭/৪ (১৮.৫ ওভার) (গ্রেগরি ৭৬*, ফজলে ৩৮*; রুবেল ২/৩৭, রানা ১/১৬)