ওয়ালটনের ঝড়ো ব্যাটিংয়ে চট্টগ্রামের রেকর্ড সংগ্রহ

ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
চ্যাডউইক ওয়ালটনের ঝড়ো হাফ সেঞ্চুরিতে কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে বিশাল সংগ্রহ গড়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। নির্ধারিত ২০ ওভারে তাদের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ২৩৮ রান।
বঙ্গবন্ধু বিপিএলে এটাই যেকোনো দলের সর্বোচ্চ সংগ্রহ। এছাড়া বিপিএলের সব আসর মিলিয়ে দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ এটি। চলতি বছরের শুরুতেই চিটাগং ভাইকিংসের বিপক্ষে ২৩৯ রান সংগ্রহ করেছিল রংপুর রাইডার্স। এখন পর্যন্ত বিপিএলে এটাই সর্বোচ্চ সংগ্রহ।
এই ম্যাচে টসে হেরে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো হয়নি চট্টগ্রামের। তাঁরা দলীয় ২১ রানেই প্রথম উইকেট হারায়। ১০ রান করা ল্যান্ডেল সিমন্সকে বোল্ড করে আউট করেছেন আফগান স্পিনার মুজিব উর রহমান।

সিমন্স ফিরে গেলেও দ্বিতীয় উইকেটে দারুণ এক জুটি গড়ে চট্টগ্রামের রান বাড়ান ইমরুল কায়েস এবং আভিষ্কা ফার্নান্দো। এই দুজনের ব্যাটেই পাওয়ার প্লেতে ১ উইকেট হারিয়ে ৬০ রান তোলে চট্টগ্রাম।
দলীয় ১৩৪ রানে আভিষ্কা ফার্নান্দো (৪৮*) কুমিল্লার পেসার সৌম্য সরকারকে উড়িয়ে মারতে গিয়ে সাব্বির রহমানের হাতে ক্যাচ দিয়ে আউট হয়েছেন। এর ফলে ইমরুলের সঙ্গে তাঁর ৮৫ রানের জুটি ভেঙেছে।
আভিষ্কা ফিরে গেলেও একপ্রান্ত আগলে রেখে ৩৫ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন ইমরুল। তিনি ব্যক্তিগত ৬২ রানে শানাকাকে উড়িয়ে মারতে গিয়ে আউট হন সুমন খানের হাতে ক্যাচ দিয়ে। এরপর বেশিক্ষণ টিকতে পারেননি নাসির হোসেন।
তিনি ব্যক্তিগত ৩ রানে সৌম সরকারের বলে থার্ডম্যান অঞ্চলে ক্যাচ দিয়েছেন মুজিবকে। এরপর ঝড়ো ব্যাটিং করে চট্টগ্রামকে টুর্নামেন্টে দ্বিতীয়বারের মতো দুইশো পেরুনো সংগ্রহ এনে দেন ওয়ালটন এবং নুরুল হাসান সোহান।
ওয়ালটন ২৭ বলে ৭১ রানের ইনিংস খেলে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন। সোহান অপরাজিত ছিলেন ১৫ বলে ২৯ রান করে।
সংক্ষিপ্ত স্কোরঃ
চট্টগ্রাম চ্যালেঞ্জার্সঃ ২৩৮/৪ (২০ ওভার) (ফার্নান্দো ৪৮, ইমরুল ৬২, ওয়ালটন ৭১*, নুরুল ২৯*)