নাঈম-রাব্বির লড়াইয়ে রংপুরের মাঝারি সংগ্রহ

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দিনের প্রথম ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে নয় উইকেটে ১৩৭ রান করেছে রংপুর রেঞ্জার্স। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রংপুরের হয়ে নাঈম শেখ এবং ফাজলে মাহমুদ রাব্বি ছাড়া কেউই সুবিধা করতে পারেননি।
গত কয়েক ম্যাচের মতো এই ম্যাচেও রংপুরের টপ অর্ডারে ভাঙন ধরে। দলটির আফগান রিক্রুট মোহাম্মদ শেহজাদ ফিরে যান মাত্র ১১ রানে। তাঁর উইকেটটি নেন মোহাম্মদ আমির।
এরপর ক্যামেরন ডেলপোর্টকে (৪) দ্রুত ফেরান শফিউল ইসলাম। চার নম্বরে নামা নাদিফ চৌধুরীকেও (০) ফিরিয়েছেন শফিউল। একপ্রান্ত আগলে রেখে রানের চাকা সচল রাখেন নাঈম।

কিন্তু দুর্ভাগ্য তাঁর! মাত্র এক রানের জন্য হাফ সেঞ্চুরি বঞ্চিত হন তিনি। পাঁচটি চার ও দুটি ছক্কায় ৩২ বলে ৪৯ রান করা নাঈমকে রানআউট করে বিদায় করেন শামসুর রহমান শুভ।
নাঈমের বিদায়ের পর প্রতিরোধ গড়ার চেষ্টা করেন ফাজলে মাহমুদ রাব্বি। এ দিনও ব্যর্থ হন অধিনায়ক মোহাম্মদ নবি (৪)। মোহাম্মদ আমিরের দ্বিতীয় শিকারে পরিণত হন তিনি।
তারপর রাব্বির সঙ্গে ৩৮ রানের জুটি গড়েন লুইস গ্রেগরি। দুটি চার ও দুটি ছক্কায় ৩৩ বলে ৪২ রান করে ইনিংসের ১৯তম ওভারে বিদায় নেন রাব্বি। গ্রেগরির ব্যাটে আসে ২২ রান।
খুলনার বোলারদের মধ্যে ২১ রান খরচায় তিন উইকেট নেন শফিউল ইসলাম। দুটি করে উইকেট নেন মোহাম্মদ আমির ও শহিদুল ইসলাম।
সংক্ষিপ্ত স্কোরঃ
রংপুর রেঞ্জার্সঃ ১৩৭/৯ (২০ ওভার)
(নাঈম ৪৯, রাব্বি ৪২, গ্রেগরি ২২; শফিউল ৩/২১)