promotional_ad

চট্টগ্রাম পর্ব শেষ মাহমুদউল্লাহর!

ছবি- বিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ইনজুরির কারণে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিবিপিএল) চট্টগ্রাম পর্বের বাকি দুই ম্যাচে নাও খেলা হতে পারে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের। ঘরের মাঠে আগামী ২০ এবং ২১ ডিসেম্বরের ম্যাচ দুটি মাহমুদউল্লাহকে ছাড়াই খেলতে হতে পারে চট্টগ্রামকে।


কলকাতা টেস্টে হ্যামস্ট্রিংয়ে চোট পান বাংলাদেশের অভিজ্ঞ এই অলরাউণ্ডার। যে কারণে বঙ্গবন্ধু বিপিএলে চট্টগ্রামের প্রথম দুই ম্যাচ খেলতে পারেননি তিনি। সম্পূর্ণ সুস্থ হয়েই মাঠে ফিরতে চেয়েছিলেন মাহমুদউল্লাহ। কিন্তু এতে কোনো লাভ হয়নি।



promotional_ad

বুধবার (১৮ ডিসেম্বর) ঢাকা প্লাটুনের বিপক্ষে আবারও পুরনো চোট মাথাচাড়া দিয়ে ওঠে মাহমুদউল্লাহর। যে কারণে তাঁকে ৭২ ঘণ্টার পূর্ণ বিশ্রাম দেওয়া হয়েছে ।


মাহমুদউল্লাহর চোটের বর্তমান অবস্থা নিয়ে চট্টগ্রামের ম্যানেজার ফাহিম মুনতাসির বলেন, ‘মাহমুদউল্লাহকে আপাতত ৭২ ঘণ্টার বিশ্রাম দেওয়া হয়েছে। এ সময় ফিজিওর পর্যবেক্ষণে থাকবে সে। তবে মনে হচ্ছে না চোট খুব গুরুতর। কারণ তেমন ব্যথা নেই ওর।’


‘যদি ব্যথা অনুভব করে, তাহলে স্ক্যান করানো হবে। যেহেতু ৭২ ঘণ্টা বিশ্রামে থাকতে হবে, সে কারণে আগামীকালের (শুক্রবার) ম্যাচে ওকে নিশ্চিতভাবেই পাচ্ছি না। হয়তো পরের ম্যাচেও সে থাকছে না।’ যোগ করেন তিনি।



এখন পর্যন্ত বঙ্গবন্ধু বিপিএলে তিনটি ম্যাচ খেলেছেন মাহমুদউল্লাহ। ম্যাচগুলোয় দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন তিনি। শেষ ম্যাচে ঢাকার বিপক্ষে ২৮ বলে ৫৯ রানের বিধ্বংসী ইনিংস খেলেন ডানহাতি এই ব্যাটসম্যান।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball