ওয়ানডে অভিষেকের দ্বারপ্রান্তে সাইনি

ছবি: ছবিঃ বিসিসিআই

|| ডেস্ক রিপোর্ট ||
ওয়ানডে অভিষেকের দ্বারপ্রান্তে নবদ্বীপ সাইনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় এবং শেষ ওয়ানডে ম্যাচে অভিষেক হতে পারে ভারতের ডানহাতি এই পেসারের। দীপক চাহারের ইনজুরির কারণে স্কোয়াডে ডাকা হয়েছে তাঁকে।
সিরিজের দ্বিতীয় ওয়ানডে খেলার সময় কোমরের নিচের অংশে ব্যথা পান চাহার। বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) একটি প্রেস বিজ্ঞপ্তিতে এমনটা জানায়।
বিসিসিআই বলেছে, ‘বিসিসিআইয়ের মেডিকেল দল চাহারের পরীক্ষা করেছে। পুরোপুরি সুস্থ হতে তাঁর আরও কিছুদিন সময় লাগবে।’
সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে সাত ওভার বোলিং করেন চাহার। ৪৪ রান খরচ করে উইকেটশূন্য থাকেন তিনি। এই ম্যাচে রোহিত শর্মা ও লোকেশ রাহুলের জোড়া সেঞ্চুরি এবং কুলদীপ যাদবের হ্যাটট্রিকে ১০৭ রানে জিতে সিরিজ ১-১ সমতা করে ভারত।
২৭ বছর বয়সী সাইনি ভারতের পোশাকে এখন পর্যন্ত পাঁচটি টি-টোয়েন্টি খেলেছেন। পাঁচ টি-টোয়েন্টিতে ৮.০৫ ইকোনমি রেটে তাঁর শিকার ছয় উইকেট।
২২ ডিসেম্বর কটকে সিরিজের শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে ভারত-ওয়েস্ট ইন্ডিজ।
