প্রথম ডাকে অবিক্রীত মুশফিক

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
২০২০ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে প্রথম ডাকে দল পাননি মুশফিকুর রহিম। বাংলাদেশি উইকেটরক্ষক ব্যাটসম্যানকে নিতে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। নিলামে মুশফিকের ভিত্তিমূল্য ৭৫ লক্ষ রুপি।
আইপিএলের গত আসরের নিলামেও নাম দিয়েছিলেন মুশফিক। সেবার অবিক্রীত থাকেন ডানহাতি এই ব্যাটসম্যান। এবার প্রাথমিক তালিকায় নাম নিবন্ধন করেননি মুশফিক।

পরবর্তীতে টুর্নামেন্টের ফ্র্যাঞ্চাইজিদের অনুরোধে প্রাথমিক তালিকার বাইরে থেকে ২৪ জন ক্রিকেটারকে নিলামের চূড়ান্ত তালিকায় যুক্ত করে আইপিএল কর্তৃপক্ষ। বাংলাদেশের অভিজ্ঞ এই ক্রিকেটার তাদেরই একজন।
বাংলাদেশ থেকে প্রাথমিক তালিকায় ছিলেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ, সৌম্য সরকার, মুস্তাফিজুর রহমান ও মেহেদী হাসান মিরাজ।
তাঁদের মধ্যে নিলামের চূড়ান্ত তালিকায় রাখা হয়েছে বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে। তাঁর ভিত্তি মূল্য ১ কোটি রুপি।