আইপিএল নিলামে মুস্তাফিজ-মুশফিকের ভিত্তিমূল্য

ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
ভারতের কলকাতায় আজ (১৯ ডিসেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম। নিলাম উপলক্ষে ভারতীয় এবং বিদেশি মিলিয়ে ৯৯৭ জন ক্রিকেটার নিবন্ধন করেন।
যার মধ্যে ৩৩৮ জন ক্রিকেটারকে নিলামের জন্য চূড়ান্ত করেছে সংশ্লিষ্টরা। এরমধ্যে ১৯০ জন ভারতীয় ক্রিকেটার এবং ১৪৫ জন বিদেশি ক্রিকেটার।

বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে দুজন ক্রিকেটার নিলামে জায়গা পেয়েছেন। তাঁরা হচ্ছেন বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান এবং উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম।
নিলামে মুশফিকের ভিত্তিমূল্য ৭৫ লাখ রুপি। উইকেটরক্ষক ব্যাটসম্যানদের মধ্যে নিলামে মুশফিকের চেয়ে বেশি ভিত্তিমূল্য কেবল ম্যাথু ওয়েডের। তাঁর ভিত্তিমূল্য এক কোটি রুপি।
এ ছাড়া উইকেটরক্ষকদের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের শাই হোপ, আফগানিস্তানের মোহাম্মদ শেহজাদ, নিউজিল্যান্ডের টিম সেইফার্ট ও টম লাথাম, অস্ট্রেলিয়ার বেন ডাঙ্ক ও অ্যালেক্স ক্যারির ভিত্তিমূল্য ৫০ লাখ রুপি।
মুস্তাফিজের ভিত্তিমূল্য এক কোটি রুপি। বোলারদের মধ্যে সবচেয়ে বেশি ভিত্তিমূল্য অস্ট্রেলিয়ার জস হ্যাজেলউড এবং দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইনের। দুজনের ভিত্তিমূল্য দুই কোটি রুপি।