বোলারদের দায় দেখছেন মাশরাফি

ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফেঞ্জি করেসপন্ডেন্ট ||
চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের দেয়া ২২২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ঢাকা প্লাটুনের ইনিংস থেমেছে ২০৫ রানে। জয়ের এতো কাছে গিয়েও হারায় হতাশ ঢাকার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। এই হারের দায় তিনি বোলারদের কাঁধে দিয়েছেন।
এমন উইকেটে ১৮০-৯০ রান তাড়া করা সম্ভব হলেও ২২০ রান অনেক বেশি হয়ে গেছে বলে মনে করেন তিনি। বাজে বোলিংয়ের পর ব্যাট হাতেও ঢাকা শুরুটা ভালো করতে পারেনি। টপ অর্ডার ব্যাটসম্যানরা আরেকটু ভালো করলে ম্যাচের ফল ভিন্ন হতো বলে ধারণা মাশরাফি???।

এ প্রসঙ্গে মাশরাফি বলেন, 'আমার মনে হয় বেশিই হয়ে গেছে (লক্ষ্য)। এই উইকেটে দেখে আসছি ১৮০-৯০ তাড়া করা সম্ভব। ২২০ আমার মনে হয় ব্যাটসম্যানদের জন্য অনেক কঠিন। আমরা বোলিং গ্রুপ হিসেবে ভালো করতে পারিনি। ২০০ পর্যন্ত থাকলেও হিসেব নিকেশ করে খেলা যায়।'
টপ অর্ডার ব্যাটসম্যানদের ভুল ধরে মাশরাফি বলেছেন, 'এর আগে ২০০-২২০ চেজ হয়নি। এটা ব্যাটসম্যানদের জন্য অনেক বেশি। তারপরও ক্যালকুলেটিভ ব্যাটিং করলে, টপ অর্ডারে আর ১০-১৫ রান এড করতে পারতাম খেলাটা অন্যরকম হতে পারতো। যে চারজন ছিল পিচে সবারই শট খেলার মতো সামর্থ্য আছে।'
ঢাকা প্লাটুন আগের দুই ম্যাচেই পরে বোলিং করছে। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে টসে জিতে আগে বোলিং নিয়েছিল দলটি। সন্ধ্যার পর শিশিরের কারণে পরে ব্যাটিং করা দল সুবিধা পায়। চট্টগ্রামের বিপক্ষে সেই সুবিধা কাজে লাগাতে না পেরে হতাশ মাশরাফি।
'শেষ দুই-তিন ম্যাচে আমরা শেষে বোলিং করছি। আজকে একটা সুবিধা আমরা পেয়েছিলাম। সেটা আমরা কাজে লাগাতে পারিনি। তারা আমাদের আউট প্লে করেছে। তারা অল আউট ব্যাটিং করেছে। এতোটা আশা করিনি। আমরা ২৫-৩০ রান কমাতে পারতাম তাহলে খেলাটা অন্যরকম হতো। সেই সঙ্গে ওয়াইড বল নো বলের সংখ্যাও ছিল। এই ফরম্যাটে যেটা কস্টলি।'