promotional_ad

বাংলাদেশের বোলিং কোচ হতে আগ্রহী সুজন

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


জাতীয় দলের বোলিং কোচ হতে আগ্রহী বাংলাদেশের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। তবে শর্ত রেখেছেন তিনি। জানিয়েছেন, দীর্ঘ মেয়াদের দায়িত্ব নিতে রাজি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এই পরিচালক।


দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের বোলিং কোচের প্রস্তাব পেয়েছেন বাংলাদেশের বোলিং কোচ চার্ল ল্যাঙ্গেভেল্ট। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড বিসিবির কাছে ল্যাঙ্গেভেল্টকে ছেড়ে দেয়ার জন্য অনুরোধ করে। সেই অনুরোধ রেখেছে বিসিবি।



promotional_ad

যার ফলে বাংলাদেশ দলের বোলিং কোচের জায়গাটি খালি আছে। সেই জায়গায় সুযোগ পেলে দায়িত্ব পালন করতে আগ্রহী সুজন।


বুধবার (১৮ ডিসেম্বর) তিনি বলেন, 'সুযোগ পেলে তো সবাই আগ্রহী হবে। আমার পেশা কোচিং, আগ্রহের ব্যাপার অবশ্যই আছে। এর আগেও দুইবার আমি বাংলাদেশের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছি। বলাই ছিল যে একটা সময়সীমার জন্য। তারপরও ধরেন যখন বাদ পড়ি, রেজাল্ট খারাপ হয় তখন খারাপ লাগে। আমি এর আগেও বলেছিলাম হয়তো লম্বা সময়ের জন্য করলে ভালো। স্বল্প সময়ের জন্য একটা সফরে দলটাকে গোছানো কঠিন।’

‘আমার দর্শন এবং অন্য কোচের দর্শন কিন্তু এক হবে না। প্রত্যেকটা কোচেরই ভিন্ন ভিন্ন দর্শন থাকে। ওটা নিয়ে কাজ করতে গেলে সময় লাগে। বাংলাদেশ দলকে আমি খুব কাছ থেকে দেখি, ছেলেদের ভেতরটা জানি। খেলোয়াড়দের কাছেও কোচ হিসেবে আমাদের কতটা গ্রহণযোগ্যতা আছে স্থানীয়দের ব্যাপারে। বিদেশি কোচ আসলে একটা এক্সসাইটমেন্ট থাকে, সেটিও একটা ব্যাপার।' যোগ করেন সুজন।


গত জুলাইয়ে ল্যাঙ্গেভেল্টের সঙ্গে চুক্তি করে বিসিবি। মাত্র পাঁচ মাসের মাথায় চাকরি ছেড়ে দেশে ফিরে যাচ্ছেন ল্যাঙ্গেভেল্ট। এই জায়গায় দেশীয় কোচদের সুযোগ দেয়ার পরামর্শ দিয়েছেন সুজন।




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball