আমির-ওয়াহাবের তীব্র সমালোচনায় মিসবাহ

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
মোহাম্মদ আমির এবং ওয়াহব রিয়াজের তীব্র সমালোচনা করেছেন পাকিস্তানের প্রধান কোচ মিসবাহ-উল-হক। হঠাৎ টেস্ট থেকে অবসর নেয়ায় এই দুইজনের নিন্দা করতে পিছপা হননি দলটির সাবেক এই অধিনায়ক। যে কারণে এখন দলের জন্য ক্রিকেটার ধরে রাখার নতুন নীতিমালা তৈরি করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি), জানান মিসবাহ।
চলতি বছরের জুলাইয়ে লাল বলের ক্রিকেটকে বিদায় বলে দেন বাঁহাতি পেসার আমির। মাত্র ২৭ বছর বয়সেই টেস্ট ক্যারিয়ারের ইতি টানেন তিনি। সাদা বলের ক্রিকেটে মনোযোগ দিতে এই সিদ্ধান্ত নিয়েছেন আমির, অবসর ঘোষণার সময় জানান তিনি।

এরপর সেপ্টেম্বরে টেস্ট থেকে অনির্দিষ্ট সময়ের জন্য বিশ্রামের ঘোষণা দেন আরেক বাঁহাতি পেসার ওয়াহাব রিয়াজ। ৩৪ বছর বয়সে এই সিদ্ধান্ত নেন তিনি। তাঁদের দুইজনের বিদায়ে নতুন করে টেস্ট দলের পেস আক্রমণ সাজাতে হচ্ছে পাকিস্তানকে। অনভিজ্ঞ এবং তরুণ পেসার শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ এবং মোহাম্মদ মুসাকে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা করছে পিসিবি।
টেস্ট চ্যাম্পিয়নশিপের মৌসুমে দলের অভিজ্ঞ পেসারদের হারিয়ে বিপদে পাকিস্তান। ভবিষ্যতের কথা চিন্তা করে নতুন নীতিমালা প্রণয়নের পরিকল্পনা করছে পিসিবি, জানান মিসবাহ।
পাকিস্তানের প্রধান কোচ বলেন, 'আমরা গভীরভাবে এ নিয়ে চিন্তা করছি এবং শিগগিরই একটি নীতি প্রণয়ন করব। তা না হলে আগামীতে এটি পাকিস্তান ক্রিকেটের জন্য সমস্যা সৃষ্টি করবে। কারণ যখন আপনি কিছু ক্রিকেটারের উন্নতিতে অনেক ব্যয় করবেন এবং তাদের কাছেও আপনার কিছু পাওয়ার প্রত্যাশা থাকবে।'
'কিন্তু তারা হঠাৎ খেলা ছেড়ে দিচ্ছে এবং যা সঠিক পথ নয়। আপনার সম্পদ তাদের উন্নতিতে ব্যয় হবে এবং এই জন্য নীতি তৈরি করতে হবে আমাদের, যেন প্রথমে পাকিস্তানের জন্য ক্রিকেটারদের নিশ্চিত করা যায়।' যোগ করেন তিনি।
পাকিস্তানের হয়ে ৩৬ টেস্ট খেলেন আমির, যেখানে ১১৯ উইকেট নিয়েছেন তিনি। ওয়াহাব রিয়াজ খেলেছেন ২৭ টেস্ট, নিয়েছেন ৮৩ উইকেট।