promotional_ad

ফস্টারের তালিকার অন্যতম সেরা ক্রিকেটার মুশফিক

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


বঙ্গবন্ধু বিপিএলে রাজশাহী রয়্যালসের বিপক্ষে ৫১ বলে ৯৬ রানের চোখ ধাঁধানো ইনিংস খেলেছেন খুলনা টাইগার্সের অধিনায়ক মুশফিকুর রহিম। ৪টি ছক্কা এবং ৯টি চারের সাহায্যে সাজানো তাঁর এই ইনিংসের কল্যাণে রাজশাহীর দেয়া ১৯০ রানের লক্ষ্য দুই বল হাতে রেখে টপকে যায় খুলনা। 


চট্টগ্রামর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচ শেষে জয়ের নায়ক মুশফিকের ভূয়সী প্রশংসা না করে পারেননি খুলনার কোচ জেমস ফস্টার। মুশফিককে নিজের দেখা অন্যতম সেরা ক্রিকেটার হিসেবে উল্লেখ করেন ইংল্যান্ডের সাবেক এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। 



promotional_ad

বিপিএলে প্রথমবারের মতো কোচিং করাতে আসা ফস্টার বলেন, ‘আমি এখানে প্রথম এসেছি এবং সে আমার তালিকা করা ক্রিকেটারদের মধ্যে অন্যতম সেরা। সে কিপিংও ভালো করে। এটা অসাধারণ রান তাড়া ছিল। আমাদের ব্যাটিং ইউনিট ভিন্নধর্মী। রহিম আজ যেভাবে ব্যাটিং করেছে, তা দুর্দান্ত। পাওয়ার প্লেতে দুটি উইকেট হারানোর পরও আমরা যেভাবে রান তাড়া করেছি তা দারুণ ছিল।’  


ফস্টারের বিশ্বাস যেকোনো বোলারের জন্য হুমকির কারণ হয়ে দাঁড়াতে পারেন মুশফিক। বাংলাদেশ জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটসম্যানের ক্যারিয়ার সেরা ইনিংসটি প্রত্যক্ষ করার পর তাঁর ভাষ্য, 'তাকে বল করা অনেক কঠিন। সে অনুশীলনে কঠোর পরিশ্রম করেছে।’   


মুশফিকের ৯৬ রানের ইনিংসটি বিপিএলে বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটসম্যানদের মধ্যে খেলা সেরা ইনিংস। এর আগের ইনিংসটিও ছিল ডানহাতি এই ব্যাটসম্যানেরই। ঢাকা ডাইনামাইটসের বিপক্ষে সিলেট রয়্যালসের জার্সিতে ২০১৩ সালে সেই ইনিংসটি খেলেন মুশফিক। সেই ম্যাচে ৮৬ রানে অপরাজিত ছিলেন তিনি।




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball