promotional_ad

বাংলাদেশ সিরিজ বাতিল করলো আয়ারল্যান্ড

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) অনুযায়ী আগামী বছর আয়ারল্যান্ডের মাটিতে একটি টেস্ট খেলার কথা ছিল বাংলাদেশের। কিন্তু এরই মধ্যে ম্যাচটি বাতিল করেছে ক্রিকেট আয়ারল্যান্ড (সিআই)। টেস্টের পরিবর্তে একটি টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করতে চায় তারা। 


মূলত আর্থিক সংকটের কারণেই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে ক্রিকেট আয়ারল্যান্ড। বিষয়টি এরই মধ্যে নিশ্চিত করেছেন সিআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়ারেন ডিওট্রম। বোর্ডের ওয়েবসাইটের এক বার্তায় তিনি জানান আইসিসির পূর্ণ সদস্যপদ পাওয়ার পর থেকে আর্থিক সমস্যায় ভুগছে বোর্ড।



promotional_ad

ডিওট্রম বলেন, 'আমরা লাল বলের চেয়ে সাদা বলের ক্রিকেট দিয়ে ২০২০ সাল শুরু করার ব্যাপারে আগ্রহী। অন্যান্য আইরিশ ক্রিকেট ভক্তদের মতো আমরাও টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি ফরম্যাটে খেলতে চাই। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের আর্থিক সীমাবদ্ধতা আগামী বছরের টেস্ট ম্যাচটি বাতিল করতে বাধ্য করছে।' 


টেস্ট মর্যাদা পাওয়ার পর নিজেদের মাটিতে সাদা পোশাকে পাকিস্তানের বিপক্ষে একটিমাত্র ম্যাচ খেলেছে আয়ারল্যান্ড। সিআইয়ের দেয়া তথ্যমতে একটি টেস্ট ম্যাচ আয়োজন করতে ১ মিলিয়ন ইউরো বা ১.১৪ মিলিয়ন আমেরিকান ডলার খরচ হবে বোর্ডের।


এই পরিমাণ অর্থ বর্তমানে জোগাড় করা সম্ভব হচ্ছে না ক্রিকেট আয়ারল্যান্ডের। এই কারণে বাংলাদেশের বিপক্ষে টেস্ট ম্যাচটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে তারা। পাশাপাশি আফগানিস্তানের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও বাতিল করেছে সিআই। 




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball