পাকিস্তান সফরের জন্য মানসিকভাবে প্রস্তুত বাংলাদেশঃ আকরাম

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
আগামী বছরের শুরুতে পাকিস্তান সফরে যাওয়ার কথা বাংলাদেশ ক্রিকেট দলের। তবে সরকার থেকে এখনও সবুজ সঙ্কেত না পাওয়ায় সফরটির ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
যদিও পাকিস্তান সফর নিয়ে বোর্ড যে যথেষ্ট আশাবাদী তা বোঝা গেছে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খানের কথায়। বাংলাদেশ দলের ক্রিকেটাররা পাকিস্তান সফরের জন্য মানসিকভাবে প্রস্তুত বলে জানিয়েছেন তিনি।

২০০৯ সালে পাকিস্তান সফরে গিয়ে সন্ত্রাসী হামলার মুখে পড়ে শ্রীলঙ্কা ক্রিকেট দল। এরপর থেকে নিরাপত্তা ইস্যুতে পাকিস্তান সফর বয়কট করে ক্রিকেট বিশ্বের বড় দলগুলো। সম্প্রতি অবশ্য সেই শ্রীলঙ্কাই টেস্ট সিরিজ খেলতে গেছে পাকিস্তানে। সরকারের সবুজ সঙ্কেত পেলে এবার বাংলাদেশও সফর করবে সেখানে।
জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরাম খান বলেন, 'বাংলাদেশ দল মানসিকভাবে খুব ভালোভাবে প্রস্তুত। সরকার থেকে যদি সবুজ সঙ্কেত পাই তাহলে আমরা এই ব্যাপারে আলাপ আলোচনা করবো। আমরাও খুব আগ্রহ দেখাচ্ছি। কারণ আমাদেরকেও তো ওই পর্যায়ে ভালো করতে হবে। আমরা সেটার জন্য অপেক্ষা করছি। যখনই সবুজ সঙ্কেত পাবো আমরা সেটা নিয়ে বসব।'
আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) অনুযায়ী ২০২০ সালের জানুয়ারিতে পাকিস্তানের মাটিতে দুইটি টেস্ট এবং তিনটি টি-টোয়েন্টি খেলার কথা বাংলাদেশের। জানা গেছে নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ খেলতে রাজি না হলে নিরপেক্ষ ভেন্যুর কথা চিন্তা করা হবে।