বৃষ্টিতে ভেসে গেল রাওয়ালপিন্ডি টেস্টের চতুর্থ দিন

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
রাওয়ালপিন্ডিতে শ্রীলঙ্কা এবং পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্টের চতুর্থ দিন বৃষ্টিতে পণ্ড হয়েছে। একটি বলও মাঠে গড়ায়নি এদিন। আগের রাতের ভারী বৃষ্টিতে মাঠ খেলার অনুপযুক্ত থাকায় দুপুরের দিকে দিনের খেলার সমাপ্তি ঘোষণা করেন আম্পায়াররা।
চতুর্থ দিন শেষে সফরকারী শ্রীলঙ্কার প্রথম ইনিংসে সংগ্রহ ৬ উইকেটের বিনিময়ে ২৮২ রান। উইকেটে ৮৭ রান নিয়ে অপরাজিত আছেন ধনঞ্জয়া ডি সিলভা এবং ৬ রান নিয়ে দিলরুয়ান পেরেরা।

আলোকসল্পতায় টেস্টের প্রথম দিন ২২.৫ ওভার খেলা কম হয়েছিল। দ্বিতীয় দিন হানা দেয় ঝড়ো বৃষ্টি। এদিন দুইভাগে ১৮.২ ওভার খেলা হয়।
তৃতীয় দিনও অব্যহত থাকে বৃষ্টির দাপট। বৃষ্টিতে ভেসে যায় দিনের প্রথম সেশনের খেলা। লাঞ্চের পর মাত্র ৫.২ ওভার খেলা হয়ে আবারও থেমে যায় আলোকসল্পতায়।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ৯১.৫ ওভারে ২৮২/৬ (আগের দিন ২৬৩/৬) (ধনঞ্জয়া ৮৭*, পেরেরা ৬*; শাহিন ২/৫৮, নাসিম ২/৮৩)।