'বক্সে বল কর'- শহিদুলকে আমিরের দীক্ষা

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
'বক্সে বল কর' খুলনা টাইগার্সের পেসার শহিদুল ইসলামকে বলছিলেন পাকিস্তানের মোহাম্মদ আমির। বুধবার (১১ ডিসেম্বর) মিরপুরের একাডেমি মাঠে বোলিং সেশনের সময় এভাবে দলের বোলিং পরামর্শকের ভুমিকায় ছিলেন অভিজ্ঞ বাঁহাতি এই পেসার।
এদিন আমিরের নির্দেশনায় বোলিং সেশনে ইয়র্কার অনুশীলন করেন খুলনা টাইগার্সের পেসাররা। সে সময় ২৪ বছর বয়সী শহিদুলকে সঠিক জায়গায় (বক্স) ইয়র্কার করার জন্য পরামর্শ দেন আমির। এর আগে দলের ব্যাটসম্যানরা নেট বোলার এবং স্পিনারদের বিপক্ষে নিজেদের ভালোভাবেই ঝালিয়ে নিয়েছেন।
খুলনা টাইগার্সের বোলিং বিভাগের সবচেয়ে বড় দায়িত্ব থাকবে আমিরের ওপর। আমির নিজেকে সেভাবে প্রস্তুত করছে। তিনি যেভাবে দলের সদস্যদের নিয়ে কাজ করছিলেন, এতে স্পষ্ট যে শুধু নিজের পারফরম্যান্স নয়, পাশাপাশি দলের পেস বোলারদের নিয়ে ভালো কিছু করার প্রত্যয় রয়েছে তাঁর মধ্যে।
সীমিত ওভারের ক্রিকেটের অন্যতম অভিজ্ঞ বোলার আমির। সে কারণেই টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে সাদা বলের ক্রিকেটে বেশি মনোযোগ দিয়েছে বাঁহাতি এই পেসার। কেন তিনি চতুর বোলার, অনুশীলনে টের পাওয়া গেছে। বঙ্গবন্ধু বিপিএলের প্রথম ম্যাচের জন্য নিজেকে সম্পূর্ণ প্রস্তুত রাখতে দৃঢ় প্রতিজ্ঞ দেখা গেছে তাঁকে।
যখনই সঠিক লাইন-লেংথে বল ফেলতে পারছিলেন না, তখন তাঁকে হতাশ মনে হয়েছে। আরও বেশি উৎসাহ নিয়ে ভুলের পুনরাবৃত্তি যেন না হয় সেই চেষ্টা করছিলেন তিনি। আমিরকে নিয়ে খুলনার বোলিং কোচ তালহা জুবায়ের ক্রিকফ্রেঞ্জিকে বলেন, 'সে (আমির) শহিদুলকে সঠিক জায়গায় বল করতে বলে, যখন শহিদুল ফুল লেংথে ইয়র্কার দেয়ার চেষ্টা করে।'

'সে বোঝাতে চেয়েছে, যদি ফুল লেংথের ইয়র্কার অফ স্টাম্পের বেশি দূরে করা হয় তাহলে ব্যাটসম্যানদের সুযোগ থাকে রান বের করে নেয়ার। কিন্তু যখন সেটা অফ স্টাম্পের কাছাকাছি করা হয় সে সময় ব্যাটসম্যানদের রান নেয়ার জায়গায় সীমিত হয়ে যায়।' যোগ করেন তালহা জুবায়ের।
বিপিএলের গত আসরে রংপুর রাইডার্সের নেটে বোলিং করছিলেন শহিদুল ইসলাম। সেখান থেকে তাঁকে মনে ধরে টম মুডির। রংপুরের একাদশে জায়গা পান ডানহাতি এই পেসার। ৪ ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন তিনি। সেই আসরে ৬.৭১ ইকোনমিতে ৫ উইকেট নেন শহিদুল। এরপর গত জাতীয় ক্রিকেট লিগেও (এনসিএল) বল হাতে দুর্দান্ত ছিলেন তিনি। ৫ ম্যাচ খেলা এই পেসার ৫ ম্যাচ খেলে ১৩ উইকেট নিয়েছেন ঢাকা মেট্রোর হয়ে।
বিপিএলের বিশেষ এই আসরে খুলনা টাইগার্সের হয়ে খেলছেন শহিদুল। বোলিং কোচ হিসেবে তালহা জুবায়েরকে পেয়েছেন। সতীর্থ হিসেবে পেয়েছেন মোহাম্মদ আমিরের মতো অভিজ্ঞ পেসারকে। যিনি ইতোমধ্যে তাঁকে বিভিন্ন পরামর্শ দেয়া শুরু করেছেন।
দলের পেসারদের নিয়ে আমিরের কাজ করা মনে ধরেছে বাংলাদেশের সাবেক পেসার তালহা জুবায়েরের। জানিয়েছেন, পাকিস্তানি এই পেসার তরুণদের হাই আর্ম বোলিং অ্যাকশন করার জন্যও উদ্বুদ্ধ করছেন।
তালহা বলেন, 'আমির স্লোয়ার বল করতে অনেক পারদর্শী। সে দুটি উপায়ে তা করতে পারে এবং দুই উপায়েই সে স্বাচ্ছন্দ্যবোধ করে। শেষ মুহূর্তে বল ছাড়ে আমির, আমার কাছে মনে হয় এটা তার শক্তির জায়গা।'
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বঙ্গবন্ধু বিপিএলের প্রথম ম্যাচ খেলতে নামবে খুলনা টাইগার্স। দিনের দ্বিতীয় খেলায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে লড়বে খুলনা। দলের জন্য বল হাতে এবং অভিজ্ঞতা দিয়ে বড় অবদান রাখবেন আমির, বিশ্বাস খুলনার টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের।
খালেদ মাহমুদ বলেন, 'সে খুবই অভিজ্ঞ একজন ক্রিকেটার। আমরা চাই সে আমাদের বোলারদের নির্দেশনাও দিক। আশা করছি সে আমাদের প্রত্যাশা পূরণ করবে।'
বিপিএল আমিরের জন্য সবসময়ই ভাগ্য বদলানোর জায়গা। ম্যাচ ফিক্সিংয়ের কারণে ৫ বছরের নিষেধাজ্ঞা শেষে ২০১৬ সালের বিপিএল দিয়ে পাকিস্তানি নির্বাচকদের নজরে এসেছিলেন আমির।
বিপিএলে এখন পর্যন্ত ১২ ম্যাচ খেলে ১৮ উইকেট পেয়েছেন আমির। ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে বঙ্গবন্ধু বিপিএলে সেরা পারফর্ম করতে স্বভাবতই মুখিয়ে আছেন বাঁহাতি এই পেসার।