বিশ্ব রেকর্ড গড়ার দ্বারপ্রান্তে আলিম দার
ছবি: ছবি- আইসিসি

|| ডেস্ক রিপোর্ট ||
সর্বোচ্চ সংখ্যক টেস্ট ম্যাচে আম্পায়ারিং করে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আলিম দার। ওয়েস্ট ইন্ডিজের সাবেক আম্পায়ার স্টিভ বাকনরের রেকর্ড ভাঙতে যাচ্ছেন পাকিস্তানি এই আম্পায়ার।
১২ ডিসেম্বর (বৃহস্পতিবার) পার্থে অনুষ্ঠেয় অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মধ্যকার টেস্ট ম্যাচ দিয়ে এই রেকর্ড গড়তে যাচ্ছেন আলিম দার। প্রায় ২০ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ারিং করছেন তিনি।
২০০৩ সালে বাংলাদেশে টেস্ট আম্পায়ার হিসেবে অভিষেক হয় আলিম দারের। এখন পর্যন্ত ১২৯টি টেস্ট ম্যাচে আম্পায়ারিং করেছেন তিনি। ক্যারিবিয়ান স্টিভ বাকনরও করেছিলেন সমসংখ্যক ম্যাচে আম্পায়ারিং।

৫১ বছর বয়সে এসে সবচেয়ে বেশি টেস্ট ম্যাচে আম্পায়ারিংয়ের দায়িত্ব পালন করে রেকর্ডটি নিজের করে নিতে যাচ্ছেন আলিম দার।
২০০০ সালে ঘরের মাঠে পাকিস্তান-শ্রীলঙ্কার মধ্যকার ওয়ানডে ম্যাচ দিয়ে প্রথমবারের মতো আন্তর্জাতিক ম্যাচে আম্পারিং করেন আলিম দার। বর্তমানে বিশ্বের অন্যতম সেরা আম্পায়ার তিনি।
বিশ্ব রেকর্ডের সামনে দাঁড়িয়ে থাকা আলিম দার বলেন, ‘এটা এমন একটি মাইলফলক, যা নিয়ে আম্পায়ারিং ক্যারিয়ার শুরুর সময় চিন্তাও করিনি। এটা সত্যিই অসাধারণ একটা অনুভূতি এবং আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া।’
‘স্টিভ বাকনর আমার আদর্শ ছিলেন এবং এখন আমি তাঁর চেয়ে সবচেয়ে বেশি টেস্ট ম্যাচে আম্পায়ারিং করতে যাচ্ছি। এই সময়ে আমি অনেক স্মরণীয় ম্যাচের সাক্ষী হয়েছি। ব্রায়ান লারার অপরাজিত ৪০০ রানের ইনিংস এবং ২০০৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ৪৩৫ রান তাড়া করে জেতার ম্যাচে আম্পায়ারিং করেছি।’ যোগ করেন তিনি।
এখন পর্যন্ত ২০৭টি ওয়ানডে ম্যাচে আম্পায়ারিং করেছেন আলিম দার। সর্বোচ্চ সংখ্যক ওয়ানডে ম্যাচে আম্পায়ারিং করার রেকর্ডও হাতছানি দিচ্ছে তাঁকে। বর্তমানে ২০৯ ওয়ানডে ম্যাচে আম্পায়ারিং করে রেকর্ডটি নিজের দখলে রেখেছেন দক্ষিণ আফ্রিকার রুডি কোয়ের্টজেন। ৪৬টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচেও আম্পায়ারিং করেছেন আলিম দার।