promotional_ad

সিরিজ নির্ধারণী ম্যাচে মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে ৬ উইকেটের বড় জয় পেয়েছিল স্বাগতিক ভারত। এরপর দ্বিতীয় ম্যাচে ৮ উইকেটের জয় দিয়ে সিরিজে সমতা ফেরায় ক্যারিবিয়ানরা। 


এবার সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামতে যাচ্ছে ক্যারিবিয়ানরা। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ভারতের বিপক্ষে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে কাই???ন পোলার্ডের দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায়।


দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেয়ায় আত্মবিশ্বাসের দিক থেকে বেশ এগিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ। থিরুভানান্থাপুরামে অনুষ্ঠিত সেই ম্যাচে ভারতের শক্তিশালী বোলিং লাইন আপকে পাত্তাই দেননি লেন্ডল সিমন্স, এভিন লুইস, নিকোলাস পুরানরা।



promotional_ad

মাত্র ৪৫ বলে ৬৭ রানের ঝড়ো ইনিংস খেলেন সিমন্স। আর ৩৫ বলে ৪০ রান করেন লুইস। শেষের দিকে ১৮ বলে ২টি ছক্কা এবং ৪টি চারের সাহায্যে ৩৮ রানের ক্যামিও ইনিংস খেলেন উইকেটরক্ষক ব্যাটসম্যান পুরান। 


সিরিজের শেষ ম্যাচেও এই তিন ব্যাটসম্যানের প্রতি প্রত্যাশা থাকবে দলের। এই ম্যাচে উইনিং কম্বিনেশন ধরে রাখতে অপরিবর্তিত একাদশ নিয়ে খেলার সম্ভাবনা রয়েছে ওয়েস্ট ইন্ডিজের।   


এদিকে ক্যারিবিয়ানদের প্রতিপক্ষ ভারত গত ম্যাচে পরাজিত হলেও ধারণা করা যাচ্ছে শেষ ম্যাচে দল নিয়ে তেমন পরীক্ষা নিরীক্ষা করবে না তারা। তাই তারাও অপরিবর্তিত একাদশ নিয়ে খেলতে নামতে পারে।  


ওয়েস্ট ইন্ডিজ একাদশ (সম্ভাব্য)- 



লেন্ডল সিমন্স, এভিন লুইস, শিমরন হেটমায়ার, নিকোলাস পুরান (উইকেট রক্ষক), ব্রান্ডন কিং, কাইরন পোলার্ড (অধিনায়ক), খারি পিয়েরে, কেসরিক উইলিয়ামস, জেসন হোল্ডার, শেল্ডন কটরেল, হেইডেন ওয়ালশ।


ভারত একাদশ (সম্ভাব্য)-  


রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি (অধিনায়ক), শিভাম দুবে, ঋশভ পান্ত (উইকেটরক্ষক), শ্রেয়াস আইয়ার, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, দীপক চাহার, ভুবনেশ্বর কুমার, যুবেন্দ্র চাহাল। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball