প্রথম কয়েকটি ম্যাচ খেলবেন না মাহমুদউল্লাহ!

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে দুশ্চিন্তায় ছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। শেষপর্যন্ত তেমনই হলো। বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চট্টগ্রামের প্রথম কয়েকটি ম্যাচ খেলা হচ্ছে না অভিজ্ঞ এই অলরাউন্ডারের। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের পরিচালক জালাল ইউনুস।
ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে কলকাতার ইডেন গার্ডেন্সে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন মাহমুদউল্লাহ। এখনও পুরোপুরিভাবে সুস্থ হতে পারেননি দেশের অন্যতম সেরা এই ক্রিকেটার।
অবশ্য দলের সঙ্গে অনুশীলন করছেন মাহমুদউল্লাহ। তবে তাঁকে নিয়ে ঝুঁকি নিতে চায় না চট্টগ্রাম, রবিবারই (৮ ডিসেম্বর) জানিয়েছিলেন বিসিবি চিকিৎসক দেবাশিষ চৌধুরী। এবার জালাল ইউনুস জানালেন, প্রথম কয়েকটি ম্যাচে খেলেছেন না তিনি।

সোমবার (৯ ডিসেম্বর) জালাল ইউনুস বলেন, ‘রিয়াদও প্রথম এক-দুই ম্যাচ খেলতে পারবে না। তবে আশা করি পরবর্তীতে তাকে পুরোপুরিভাবে পাব।’
শুধু মাহমুদউল্লাহ নন, ওয়েস্ট ইন্ডিজের বিধ্বংসী ব্যাটসম্যান ক্রিস গেইলকেও পাচ্ছে না চট্টগ্রাম। চলতি বছর ক্রিকেট থেকে দূরে থাকার ঘোষণা দেন গেইল। সঙ্গে ইনজুরিও রয়েছে তাঁর। যে কারণে গেইলকে সিলেট পর্বে পাওয়ার সম্ভাবনা রয়েছে।
পাকিস্তানের অলরাউন্ডার ইমাদ ওয়াসিমও চট্টগ্রামের হয়ে খেলতে পারছেন না এবারের বিপিএলে। ইনজুরির কারণে তিনিও বিশ্রামে রয়েছেন বলে জানিয়েছেন জালাল ইউনুস।
তিনি বলেন, ‘গেইলের ইনজুরি বেশি। তাকে শেষের কয়েক ম্যাচে খেলবে। গেইল দুটি ম্যাচের বেশি খেলবে না। ইমাদ ওয়াসিমকে আমরা পাচ্ছি না। সেও ইনজুরিতে।’
আগামী ১১ ডিসেম্বর সিলেট থান্ডারের বিপক্ষে বঙ্গবন্ধু বিপিএলে নিজেদের প্রথম ম্যাচ খেলবে চট্টগ্রাম। ম্যাচটি দিয়ে শুরু হবে বিপিএলের বিশেষ এই আসর।