নিজের দায়িত্ব জানেন নাসির

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিজের ভূমিকা সম্পর্কে অবগত নাসির হোসেন। লম্বা ইনিংস খেলে দলের জয়ে অবদান রাখতে নিজেকে প্রস্তুত করছেন তিনি।
আসন্ন বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলবেন অলরাউন্ডার নাসির। দলের সঙ্গে ইতোমধ্যে অনুশীলন শুরু করেছেন তিনি। কোচ পল নিক্সনের অধীনে নিজের ব্যাটিং উন্নত করছেন নাসির।
টি-টোয়েন্টি ফরম্যাটে নিজেকে বিধ্বংসী ব্যাটসম্যান মনে করেন না এই ডানহাতি। তাই দলের শক্ত ভিত গড়ার দায়িত্বে থাকতে চান তিনি। চট্টগ্রাম দলে তাঁকে এই দায়িত্বই দেয়া হবে বলে বিশ্বাস নাসিরের।

সোমবার (৯ ডিসেম্বর) মিরপুরে নাসির বলেন, ‘টি-টোয়েন্টিতে দেখা যাচ্ছে অনেক সময় ওই রকম ওভার থাকে না। তাই আমার জন্য অনেক কঠিন হয়, নেমেই ৫-৭ বলে ১৫-২০ রান করা। আমি যেটা বিশ্বাস করি যে, এই দলে আমার ভূমিকা হয়তো থাকবে প্রান্ত পরিবর্তন করা এবং ইনিংসটাকে যত লম্বা করা যায়।’
২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে ভাবছেন না দীর্ঘদিন ধরে দলের বাইরে থাকা নাসির। আপাতত বিপিএলেই সম্পূর্ণ মনোযোগ দিচ্ছেন তিনি। বিপিএলে দলের যেকোনো অবস্থায় ভূমিকা রাখতে চান ২৮ বছর বয়সী এই ক্রিকেটার।
তিনি বলেন, ‘আমি যতটুকু বুঝি, আমার মাথায় যদি টি-টোয়েন্টি বিশ্বকাপ থাকে, আমার জন্য পারফর্ম করা কঠিন হয়ে যাবে। আমি সব সময় পারফর্ম করার চেষ্টা করি। পরিস্থিতি যাই হোক না কেন, আমি পারফর্ম করতে চেষ্টা করি। ওই পরিকল্পনায় আমি বিপিএল খেলব।’
বিপিএলে এখন পর্যন্ত চারটি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন নাসির। খুলনা রয়্যাল বেঙ্গল, ঢাকা ডায়নামাইটস, রংপুর রাইডার্স এবং সিলেট সিক্সার্সের হয়ে খেলা এই ক্রিকেটার বিপিএলে ৬২টি ম্যাচ খেলেছেন।
ব্যাট হাতে ১ হাজার ৪৬ রান রয়েছে তাঁর নামের পাশে। যেখানে তিনটি হাফ সেঞ্চুরি করেছেন এই ডানহাতি। বল হাতে ৩৫টি উইকেট নিয়েছেন নাসির।