শান্ত-সালমাদের গণভবনে আমন্ত্রণ জানালেন প্রধানমন্ত্রী

ছবি: ছবি- বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
সাউথ এশিয়ান গেমসে (এসএ) স্বর্ণজয়ী সকলকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সঙ্গে সকলকে গণভবনে আমন্ত্রণও জানান তিনি।
নেপালে আয়োজিত এসএ গেমসের ক্রিকেট ইভেন্টে ছেলে এবং মেয়ে উভয় দলই বাংলাদেশকে স্বর্ণ এনে দিয়েছে। ৯ ডিসেম্বর ছেলেদের ফাইনালে শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়েছে নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকাররা।

এর আগের দিন মেয়েদের ইভেন্টে শ্রীলঙ্কার বিপক্ষে দুই রানের নাটকীয় জয় পায় সালমা খাতুনের দল। বিশেষভাবে এই দুই ক্রিকেট দলের সকলকে গণভবনে আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী।
সোমবার (৯ ডিসেম্বর) প্রধানমন্ত্রী বলেন, ‘আমি সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। বাংলাদেশের ক্রিকেট দল এবং অন্যান্যরা, সবাইকে আমার পক্ষ থেকে অভিনন্দন। গণভবনে সবাইকে আসার আমন্ত্রণ জানাচ্ছি।’
এখন পর্যন্ত এসএ গেমসে দুবার পুরুষদের ক্রিকেট ইভেন্ট হয়েছে। দুবারই স্বর্ণ জিতেছে বাংলাদেশ। ২০১০ সালে প্রথমবার ক্রিকেটে স্বর্ণপদক জেতে বাংলাদেশ।