promotional_ad

গোলাপি বলের দুটি টেস্ট বিপদে ফেলবে অজিদেরঃ চ্যাপেল

ছবিঃ গেটি ইমেজ
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ঘরের মাঠে ভারতের বিপক্ষে দুটি দিবা-রাত্রির টেস্ট খেলতে চায় ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। এতে স্বাগতিক সুবিধা পেলেও হিতে বিপরীত হতে পারে অস্ট্রেলিয়ার জন্য, এমনটা মনে করছেন দেশটির কিংবদন্তি ক্রিকেটার ইয়ান চ্যাপেল।


বিদেশের মাটিতে ভারতের সাম্প্রতিক পারফরম্যান্স এবং দলটির পেসারদের শক্তিমত্তার কথা বিবেচনা করে এমন মন্তব্য করেছেন অজিদের সাবেক অধিনায়ক চ্যাপেল।


সম্প্রতি ক্রিকইনফোর কলামে চ্যাপেল লিখেছেন, 'অস্ট্রেলিয়া ভারতের বিপক্ষে ঘরের মাটিতে দুটি গোলাপি বলের টেস্ট খেলতে চাচ্ছে। এতে অবশ্য অস্ট্রেলিয়াই সুবিধা বেশি পাবে।



promotional_ad

কিন্তু ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষে এই সিদ্ধান্ত হিতে বিপরীত হতে পারে। কোহলিও প্রমাণ করেছে যে সে বিদেশের মাটিতে সেরা অধিনায়কদের একজন।'


সিএ এমনটা চাইলেও বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি এখনও এতে সম্মতি দেননি। তাঁর মতে, চার ম্যাচের সিরিজে দুটি গোলাপি বলের টেস্ট খেলার ব্যাপারটা বেশি হয়ে যায়।


গাঙ্গুলি বলেন, 'অস্ট্রেলিয়ায় আমরা দুটি দিবা-রাত্রির ম্যাচ খেলব কিনা এখনও সেটা নিশ্চিত নয়। চার ম্যাচের সিরিজে দুটি গোলাপি বলের টেস্ট একটু বেশিই হয়ে যায়। আমরা এটি নিয়ে আলোচনা করব।'


গাঙ্গুলি বিসিসিআইয়ের সভাপতির দায়িত্ব নেয়ার পরপরই দিবা-রাত্রির টেস্টে অভিষেক হয় ভারতের। ইডেন গার্ডেন্সে প্রথমবারের মতো গোলাপি বলের টেস্ট খেলে ভারত। বাংলাদেশের বিপক্ষে এই ম্যাচে ইনিংস ব্যবধানে জয় পায় স্বাগতিকরা।



২০২০ সালের নভেম্বরে অস্ট্রেলিয়া সফরে যাবে ভারত। এই সফরে চার ম্যাচের টেস্ট এবং তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বিরাট কোহলির দল।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball