স্বর্ণ জিততে শান্ত-সৌম্যদের প্রয়োজন ১২৩ রান

ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
সাউথ এশিয়ান গেমসে (এসএ) পুরুষদের ক্রিকেট ইভেন্টের ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলকে ১২৩ রানের লক্ষ্য দিয়েছে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-২৩ দল। নির্ধারিত ২০ ওভারে ১২২ রানে অলআউট হয় তারা।
নেপালের কিরতিপুরে টস জিতে এ দিন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তাঁর সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেন দলের বোলাররা।

শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের চেপে ধরেন তারা। নিয়মিত বিরতিতে উইকেটও তুলে নেন হাসান মাহমুদ, তানভির ইসলামরা। হাসানের শিকার তিন উইকেট। তানভির নেন দুই উইকেট। এ ছাড়া সুমন খান ও মেহেদী হাসান একটি করে উইকেট নেন।
শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ ২৫ রান করেন শাম্মু আসান। ২২ রান করেন পাথুম নিশঙ্কা। এ ছাড়া নিশান মাদুশকা ১৬ ও চরিথ আশালঙ্কা ১২ রান করেন। এই চারজন ছাড়া আর কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি।
সংক্ষিপ্ত স্কোরঃ
শ্রীলঙ্কা অনূর্ধ্ব-২৩ দলঃ ১২২/১০ (২০ ওভার)
(আসান ২৫; হাসান ৩/২০, তানভির ২/২৮)