বিস্ফোরক লিটন-জাজাইয়ে ভরসা রাজশাহী কোচের

ছবি: ছবিঃ লিটনের ফেসবুক পেজ

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রাজশাহী রয়্যালসের হয়ে মাঠ মাতাবেন লিটন দাস ও হজরতউল্লাহ জাজাই। বাংলাদেশি ওপেনার লিটন এবং আফগানিস্তানের ওপেনার জাজাই- দুজনই মূলত আগ্রাসী ব্যাটসম্যানদের। তাদের ওপর পুরোপুরি ভরসা করছেন রয়্যালসের কোচ ওয়াইজ শাহ।
সাবেক এই ইংলিশ ব্যাটসম্যান সোমবার গণমাধ্যমকে বলেন, 'দল নিয়ে খুবই সন্তুষ্ট। আমরা বাংলাদেশি ব্যাটসম্যান লিটন দাস ও আফগানিস্তানের হজরতউল্লাহ জাজাইয়ের মতো বিস্ফোরক ওপেনার পেয়েছি। আমি মনে করি আমাদের দলের ভারসাম্য যথেষ্ট ভালো।'

এই দলে আছেন আন্দ্রে রাসেল, রবি বোপারার মতো ফ্র্যাঞ্চাইজি আসর মাতানো ক্রিকেটাররা। দলে শক্তিশালী অলরাউন্ডার থাকায় দারুণ সন্তুষ্ট ওয়াইজ শাহ। মূল ম্যাচের অপেক্ষায় তিনি।
'টি-টোয়েন্টির চাবিকাঠি অলরাউন্ডাররা। আমাদের দলে রবি বোপারা ও আন্দ্রে রাসেলের মতো কয়েকজন অলরাউন্ডার আছেন। তবে আমরা এখনও কোনও ম্যাচ খেলিনি। আমাদের দেখতে হবে দল একসাথে কীভাবে খেলে। আশাকরি ২-৩ দিনের মধ্যে সবাই এক হবে।'
দেশি ক্রিকেটারদের মধ্যে লিটন ছাড়াও রাজশাহীর স্কোয়াডে আছেন আফিফ হোসেন ধ্রুব, আবু জায়েদ রাহি, ফরহাদ রেজা, তাইজুল ইসলামরা। ১১ ডিসেম্বর শুরু হবে বিপিএলের মূল পর্বের লড়াই। রাজশাহী নিজেদের প্রথম ম্যাচ খেলবে ১২ ডিসেম্বর। প্রথম ম্যাচে তাঁদের প্রতিপক্ষ শক্তিশালী ঢাকা প্লাটুন।