বিশ্বাস ছিল সালমা-জাহানারাদের

ছবি: ছবি- বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
সাউথ এশিয়ান গেমসে নারী ক্রিকেট ইভেন্টের ফাইনালে শ্রীলঙ্কাকে ২ রানে হারিয়ে স্বর্ণ পদক জিতেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বাংলাদেশের অধিনায়ক সালমা খাতুনের বিশ্বাস ছিল স্বল্প পুঁজিতেও জয় পাওয়া সম্ভব। এর ফলেই তাঁরা শেষ পর্যন্ত লড়ে গেছেন।
আগে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের সংগ্রহ ছিল ৯১ রান। ব্যাট হাতে হতাশ পারফরম্যান্সের পর নাহিদা-ফাহিমারা ম্যাচটা টেনে নেন শেষ ওভার পর্যন্ত। বাকি কাজটা শেষ করেন অভিজ্ঞ পেসার জাহানারা আলম।

শেষ ওভারে লঙ্কানদের প্রয়োজন ছিল ৭ রান। জাহানারার সেই ওভার থেকে তাঁরা কেবল নিতে পেরেছে চারটি সিঙ্গেল। শেষ বলে জয়ের জন্য ৩ রানের দরকার থাকলেও কোনো রানই দেননি জাহানারা। এর ফলেই স্বর্ণ জয় করে বাংলাদেশের মেয়েরা।
ম্যাচ শেষে সালমা বলেছেন, 'আসলে আমাদের প্রত্যাশা ছিল স্বর্ণ জেতা। সেটা করতে পেরে, ইতিহাসের অংশ হতে পেরে ভালো লাগছে। সকালে উইকেটের কারণেই আমাদের সংগ্রহটা বেশি হয়নি। তারপরেও আমাদের বিশ্বাস ছিল আমরা যদি ৯১ রানে অলআউট হতে পারি, তবে ওদের কেন আরো কম রানে আটকাতে পারবো না। এই বিশ্বাসেই ম্যাচটা জিতেছি আমরা।'
আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। জাহানারার বিশ্বাস এই জয় আগামী বিশ্বকাপে বড় দলগুলোকে হারানে অনুপ্রেরণা দেবেন। বাংলাদেশের স্বর্ণ জয়ে বড় ভূমিকা রাখতে পেরে দারুণ আনন্দিত জাহানারা।
এ প্রসঙ্গে পেস বোলিং এই অলরাউন্ডার বলেছেন, 'আমাদের পরবর্তী পদক্ষেপ কিন্তু বিশ্বকাপ। সেখানে বড় বড় দলকে মোকাবেলা করতে হবে। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবো। যাদের বিপক্ষে আজ পর্যন্ত খেলিনি।'