স্বর্ণ জয়ের মিশনে মাঠে নামছেন শান্ত-সৌম্যরা

ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
সাউথ এশিয়ান (এসএ) গেমসের ছেলেদের ক্রিকেট ইভেন্টে স্বর্ণ জয়ের লক্ষ্যে সোমবার (৯ ডিসেম্বর) শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। নেপালের কীর্তিপুরে ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় দুপুর সোয়া ১টায়।
এসএ গেমসের এবারের আসরে দুর্দান্ত শুরু পেয়েছিল বাংলাদেশ। প্রথম দুই ম্যাচে মালদ্বীপ এবং ভুটানকে এক কথায় উড়িয়ে দিয়েছিলেন সৌম্য সরকার-নাজমুল হোসেন শান্তরা।

মালদ্বীপের বিপক্ষে শান্তদের জয়ের ব্যবধান ছিল ১০৯ রানের। ভুটানকে ১০ উইকেটের ব্যবধানে হারায় বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। তৃতীয় ম্যাচে নেপালের বিপক্ষেও জয়ের ধারা অব্যাহত রাখে বাংলাদেশ।
এসএ গেমসের স্বাগতিকদের বিপক্ষে বাংলাদেশের জয়টি ছিল ৪৪ রানের ব্যবধানে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ তাদের বেশ কয়েকজন তারকাকে বিশ্রামে দিয়েছিল।
নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং ওপেনার সৌম্য সরকারকে ছাড়া খেলতে নেমে তাঁরা লঙ্কানদের বিপক্ষে হারে ৯ উইকেটের বিশাল ব্যবধানে। সোমবার (৯ ডিসেম্বর) তাদের বিপক্ষেই খেলতে নামবে বাংলাদেশ।
বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ স্কোয়াডঃ
সাইফ হাসান, মোহাম্মদ নাঈম শেখ, আফিফ হোসেন, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, ইয়াসির আলি রাব্বি, মিনহাজুল আবেদিন আফ্রিদি, সুমন খান, মাহিদুল ইসলাম অঙ্কন, তানভীর ইসলাম, মানিক খান, মেহেদি হাসান রানা, সৌম্য সরকার, মেহেদী হাসান।