বাংলাদেশের পথে নবি-শাহজাদসহ চার আফগান

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বঙ্গবন্ধু বিপিএলে অংশ নিতে বাংলাদেশের উদ্দ্যেশে রওনা হয়েছেন চার আফগানিস্তান ক্রিকেটার মোহাম্মদ নবি, মোহাম্মদ শাহজাদ, কাইস আহমেদ এবং মুজিব উর রহমান।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিজেদের আগমনী বার্তা জানিয়েছেন, আফগানিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ নবি। একটি ছবিতে দেখা গেছে তাঁরা চারজন বিমানবন্দরে অপেক্ষা করছেন।

বঙ্গবন্ধু বিপিএলে রংপুর রেঞ্জার্সের হয়ে খেলবেন অলরাউন্ডার নবি। একই দলের হয়ে মাঠ মাতাবেন শাহজাদ। প্রথমে বিপিএল না খেলার কথা থাকলেও শাই হোপের বদলি হিসেবে তাঁকে দলে ভিড়িয়েছে রংপুর।
রাজশাহী কিংসের হয়ে খেলবেন লেগ স্পিনার বোলার কাইস আহমেদ। আফগান অফ স্পিনার মুজিব উর রহমান খেলবেন কুমিল্লা ওয়ারিয়র্সের হয়ে। দলটিতে সৌম্য সরকার, সাব্বির রহমানদের সঙ্গে ম??ঠ মাতাবেন এই আফগান ক্রিকেটার।
রবিবার (৮ ডিসেম্বর) জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে বঙ্গবন্ধু বিপিএলের পর্দা উঠেছে। এই টি-টোয়েন্টি আসরের মাঠের লড়াই শুরু হবে আগামী ১১ ডিসেম্বর। বঙ্গবন্ধু বিপিএলের সাতটি দল ইতোমধ্যে অনুশীলন শুরু করে দিলেও সব বিদেশি ক্রিকেটাররা এখনও এসে পৌঁছাননি।