পিএসএলে দল পাননি কোনো বাংলাদেশি ক্রিকেটার

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
গত শুক্রবার (৬ নভেম্বর) পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়েছে। পিএসএলের পঞ্চম আসরের জন্য আয়োজিত এই ড্রাফট থেকে বাংলাদেশি কোনো ক্রিকেটারকে দলে ভেড়ায়নি ফ্যাঞ্চাইজিগুলো।
পিএসএলের আসন্ন এই আসরের জন্য ২৩জন ক্রিকেটার নাম নিবন্ধন করেছিলেন। কিন্তু বাংলাদেশি ক্রিকেটারদের প্রতি আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। সাধারণত পিএসএলে তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমানদের দলে ভেড়াতে চায় দলগুলো।
এবার বাংলাদেশি এই তারকাদের প্রতি আগ্রহ দেখায়নি দলগুলো। আগামী বছরের ফেব্রুয়ারিতে শুরু হবে পিএসএল। এ সময় ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলার কথা রয়েছে বাংলাদেশের।
বাংলাদেশি তারকা ক্রিকেটারদের দলে না নেয়ার পেছনে এটিই মূল কারণ। এবারের পিএসএল ড্রাফটে তামিম, মাহমুদউল্লাহ, মুস্তাফিজ এবং মোহাম্মদ সাইফউদ্দিন ছিলেন গোল্ড ক্যাটাগরিতে।

তামিম এবং মাহমুদউল্লাহ আগেও পিএসএল খেলেছেন। কিন্তু বিদেশি লিগগুলোতে বাংলাদেশি ক্রিকেটারদের সুযোগ কমে যাচ্ছে ধীরে ধীরে। ইংল্যান্ডের এক’শ বলের টুর্নামেন্টেও বাংলাদেশের ক্রিকেটারদের প্রতি আগ্রহ দেখায়নি কোনো দল।
পিএসএল দলগুলোর স্কোয়াডঃ
ইসলামাবাদ ইউনাইটেডঃ সাদাব খান, ফাহিম আশরাফ, আসিফ আলী, লুক রঙ্কি, হুসাইন তালাত, আমাদ বাট, মুসা খান, ডেল স্টেইন, কলিন ইনগ্রাম, কলিন মুনরো, রুম্মান রাইস, রিজওয়ান হুসাইন ও রাসি ভ্যান ডার ডাসেন।
করাচি কিংসঃ বাবর আজম, মোহাম্মদ আমির, ইমাদ ওয়াসিম, ইফতিখার আহমেদ, আমির ইয়ামিন, উসামা মীর, অ্যালেক্স হেলস, ক্রিস জর্ডান, শারজিল খান, ক্যামেরন দেলপোর্ট, মোহাম্মদ রিজওয়ান, উমাইদ আসিফ ও লিয়াম প্লানকেট।
পেশোয়ার জালমিঃ হাসান আলী, কাইরন পোলার্ড, ওয়াহাব রিয়াজ, কামরান আকমল, ড্যারেন স্যামি, ইমাম-উল-হক, শোয়েব মালিক, লিয়াম ডওসন, মোহাম্মদ মহসিন, রাহাত আলী ও ডোয়াইন প্রিটোরিয়াস।
কোয়েটা গ্ল্যাডিয়েটর্সঃ মোহাম্মদ নওয়াজ, সরফরাজ আহমেদ, শেন ওয়াটসন, আহমেদ শেহজাদ, উমর আকমল, মোহাম্মদ হাসনাইন, নাসিম শাহ, জেসন রয়, বেন কাটিং, ফাওয়াদ আহমেদ, সোহেল খান, টাইমাল মিলস, কিমো পল।
লাহোর কালান্দার্সঃ ফখর জামান, মোহাম্মদ হাফিজ, শাহীন শাহ আফ্রিদি, ডেভিড ভিসে, উসমান শিনওয়ারি, সালমান বাট, ক্রিস লিন, সামিত প্যাটেল, সেকুগে প্রসন্ন, বেন ডাঙ্ক ও লেন্ডল সিমন্স।
মুলতান সুলতান্সঃ মোহাম্মদ ইরফান, শহীদ আফ্রিদি, জেমস ভিন্স, জুনায়েদ খান, মঈন আলী, রাইলি রুশো, রবি বোপারা, সোহেল তানভীর, শান মাসুদ, আলী শফিক, উসমান কাদির, ফ্যাবিয়ান অ্যালেন, ইমরান তাহির ও বিলাওয়াল ভাট্টি।