promotional_ad

দ্বিতীয় টি-টোয়েন্টির আগে মধুর প্রতিযোগিতায় রোহিত-কোহলি

ছবিঃ বিসিসিআই
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


থিরুভানাথাপুরামে রবিবার (৮ ডিসেম্বর) সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৩০ মিনিটে মুখোমুখি হচ্ছে দল দুটি। এই ম্যাচের আগে দারুণ এক লড়াইয়ে মুখোমুখি ভারতের অধিনায়ক বিরাট কোহলি এবং রোহিত শর্মা।


আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে রোহিতের মোট রান ২৫৪৭। তিনিই এই ফরম্যাটে সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যান। তালিকায় দ্বিতীয় স্থানে আছেন কোহলি। তাঁর রান ২৫৪৪।


রান তালিকায় রোহিত এবং কোহলির এই মধুর প্রতিযোগিতা অবশ্য আগে থেকেই। চলতি টি-টোয়েন্টি সিরিজেও অব্যাহত থাকছে তা। হায়দরাবাদে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে কোহলি করেন ৫০ বলে অপরাজিত ৯৪ রান।



promotional_ad

তাঁর এমন দাপুটে ইনিংসে ক্যারিবিয়ানদের ছুঁড়ে দেয়া ২০৭ রানের লক্ষ্য টপকে যায় ভারত। তিন ম্যাচের সিরিজে তাই ১-০ ব্যবধানে এগিয়ে আছে কোহলির দল।


ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক কাইরন পোলার্ড অবশ্য সিরিজ শুরুর আগেই বলেছিলেন যে তারা এই সিরিজে আন্ডারডগ হিসেবে মাঠে নামছেন। তারপরেও হায়দরাবাদে দারুণ লড়াই করেছে ক্যারিবিয়ানরা।


ব্যাটসম্যানদের অসাধারণ কিছু ক্যামিওতে বিশাল সংগ্রহও করে তারা। কিন্তু কোহলির ইনিংসের কাছে শেষ পর্যন্ত পরাস্ত হতে হয় ক্যারিবিয়ানদের। এদিকে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচেও দুই দল অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।


সম্ভাব্য একাদশঃ



ভারতঃ রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি (অধিনায়ক), ঋষভ পান্ত (উইকেটরক্ষক), শ্রেয়াশ আইয়ার, শিভম দুবে, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, দীপক চাহার, ভুবনেশ্বর কুমার ও যুবেন্দ্র চাহাল।


ওয়েস্ট ইন্ডিজঃ লেন্ডল সিমন্স, এভিন লুইস, ব্রেন্ডন কিং, শিমরন হেটমায়ার, নিকোলাস পুরান (উইকেটরক্ষক), কাইরন পোলার্ড (অধিনায়ক), জেসন হোল্ডার, খারি পিরে, কেসরিক উইলিয়ামস, শেলডন কটরেল ও হেইডেন ওয়ালশ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball