বিপিএলে রাতের ম্যাচে ভুগবেন বোলাররা

ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
আসন্ন বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) রাতের ম্যাচে ভুগতে পারেন বোলাররা, এমনটা মনে করছেন কুমিল্লা ওয়ারিয়র্সের পরামর্শক মিনহাজুল আবেদীন নান্নু। রাতের ম্যাচগুলোতে শিশিরের উপস্থিতির কারণেই ভুগতে পারেন বোলাররা, মনে করছেন তিনি।
বঙ্গবন্ধু বিপিএল শীতকালে হওয়ার কারণে রাতের ম্যাচগুলোতে শিশিরের আধিক্য দেখা যাবে। ভেজা বলে উইকেট আদায় করতে কষ্ট করতে হবে স্পিনারদের। এ ছাড়া পেসাররাও ভুগতে পারেন একই কারণে।

শনিবার মিডিয়াকে নান্নু বলেন, 'আবহাওয়া অনুযায়ী যথেষ্ট ঠাণ্ডা থাকবে। রাতের ম্যাচগুলোতে অনেক কুয়াশা থাকবে। উইকেট যেমনই থাকুক। শিশিরের জন্য একটু অন্যরকম হবে।
বোলারদের জন্য বিশেষ করে কষ্টদায়ক হয়ে যায়। রাতের খেলা আর দিনের খেলা, দুই রকমের ম্যাচ হবে। দুই ম্যাচে দুই ধারায় মানিয়ে নেয়াও আমাদের ক্রিকেটারদের জন্য গুরুত্বপূর্ণ।'
গতবারের মতো এবারও তিন ভেন্যুতে হচ্ছে বিপিএলের খেলা। ঢাকা, চট্টগ্রাম এবং সিলেটে তিনটি ভিন্ন উইকেটের প্রত্যাশা করেন কুমিল্লা দলের অভিভাবক নান্নু।
তিনি আরও বলেন, 'আমরা অবশ্যই চাই যে স্পোর্টিং উইকেট হোক। এক এক জায়গায় এক এক ধরনের উইকেট হোক। যাতে ক্রিকেটাররা মানিয়ে নিতে পারে। এখান থেকে সেরা পারফরম্যান্স বের হবে।'