promotional_ad

সৌম্য ঝড়ে উড়ে গেল ভুটান

ছবি- বিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের পর দুই ওপেনারের অভেদ্য জুটিতে ভুটানকে ১০ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। সাউথ এশিয়ান গেমসে (এসএ) ছেলেদের ক্রিকেট ইভেন্টে স্বর্ণ জয়ের দিকে আরও একধাপ এগিয়ে গেল নাজমুল হোসেন শান্তর দল।


দুর্দান্ত বোলিং করে আগে ব্যাটিংয়ে নামা ভুটানকে ৬৯ রানে বেঁধে রেখেছে বাংলাদেশ। সম্পূর্ণ ২০ ওভার ব্যাটিং করলেও বাংলাদেশি বোলারদের বিপক্ষে রান তুলতে পারেনি দলটি। ৭০ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ঝড় তোলানে বাঁহাতি ওপেনার সৌম্য সরকার।


প্রতিপক্ষ বোলারদের ওপর তাণ্ডব চালিয়ে ২৮ বলে ৫০ রানের ইনিংস খেলেন তিনি। আরেক ওপেনার নাঈম শেখ করেন ১৩ বলে ১৬ রান। দুই ব্যাটসম্যানই অপরাজিত থেকে দলের জয় নিয়ে মাঠ ছাড়েন।



promotional_ad

৬.৫ ওভারেই ম্যাচ জিতে যায় বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। ম্যাচ সেরার পুরষ্কার পান সৌম্য।


এর আগে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভুটান। কিন্তু ব্যাট হাতে দলের ব্যাটসম্যানরা নিজেদের প্রমাণ করতে পারেননি বাংলাদেশি বোলারদের সামনে। ভুটানের তিন ব্যাটসম্যান যেতে পেরেছেন দুই অংকের ঘরে। সর্বোচ্চ ১৫ রান করেছেন ওপেনার তেনজিন।


বাংলাদেশের হয়ে দুর্দান্ত বোলিং করেছেন পেসার মানিক খান। ৪ ওভার হাত ঘুরিয়ে দিয়েছেন ৯ রান, নিয়েছেন ২ উইকেট। একটি করে উইকেট পেয়েছেন মেহেদী হাসান রানা, মিনহাজুল আবেদীন আফ্রিদি, সৌম্য সরকার এবং তানভীর ইসলাম।


সংক্ষিপ্ত স্কোরঃ



ভুটানঃ ২০ ওভারে ৬৯/৭ (তেনজিন ১৫, সিঙ্গে ১৩; মানিক ২/৯, আফ্রিদি ১/১৩)।


বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ঃ ৬.৫ ওভারে ৭৪/০ (সৌম্য ৫০*, নাঈম ১৬*; তোবগায় ০/২৩)। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball