অপহরণের অভিযোগে ভারতীয় ক্রিকেটার গ্রেফতার

ছবি: ছবিঃ বিসিসিআই

|| ডেস্ক রিপোর্ট ||
লোন এজেন্টকে অপহরণের অভিযোগে মুম্বাইয়ের সাবেক ক্রিকেটার রবিন মরিসকে গ্রেফতার করেছেন কুরলা পুলিশ। তাঁর সহযোগী ৪ জনকেও গ্রেফতার করা হয়েছে।
রেস্টুরেন্ট থেকে ৪৩ বছর বয়সী একজন এজেন্টকে অপহরণ করেছিলেন রবিন এবং তাঁর সঙ্গীরা। এরই মধ্যে কুরলা পুলিশ স্টেশন গ্রেফতারকৃত সবার নাম প্রকাশ করেছে।

এই অপহরণ কাণ্ডে রবিনের সঙ্গী ছিলেন গ্রাভিন ডিসোজা, আহমেদ আলী আনসারি, অ্যালেক্স মিরান্ডা এবং রূপেস ভিমানি। তাদেরকে ভেরসভা থেকে গ্রেফতার করা হয়েছে গত ৩০ নভেম্বর।
৫৩ বছর বয়সী রবিন ভারতের হয়ে বেশ কিছু টি-টোয়েন্টি এবং লিস্ট 'এ' ম্যাচে খেলেছেন। এর আগে স্টিং অপারেশনে ধরা পড়েছিলেন তিনি। তাঁর বিরুদ্ধে ভারত-শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড এবং ভারত-অস্ট্রেলিয়ার তিনটি ম্যাচের পিচের তথ্য জুয়াড়িদের কাছে দেয়ার অভিযোগ ছিল।
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তাঁর পিচ ফিক্সিংয়ের অভিযোগের তদন্ত করছে। রবিন মরিস খেলোয়াড়ি জীবনে একজন আক্রমণাত্মক ব্যাটসম্যান ছিলেন, সঙ্গে মিডিয়াম পেস বোলিং করতেন। ৪০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর।