promotional_ad

জোড়া সেঞ্চুরির ম্যাচে মালদ্বীপ ছয় রানে অলআউট

ছবিঃ বিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সাউথ এশিয়ান গেমসে (এসএ গেমস) গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিগার সুলতানা জ্যোতি এবং ফারজানা হকের জোড়া সেঞ্চুরিতে মালদ্বীপের বিপক্ষে দুই উইকেটে ২৫৫ রানের বিশাল সংগ্রহ করে বাংলাদেশ। এরপর ব্যাটিংয়ে নামা মালদ্বীপকে মাত্র ৬ রানে অলআউট করেছে বাংলাদেশের মেয়েরা। জয় পেয়েছে ২৪৯ রানের বিশাল ব্যবধানে। টি-টুয়েন্টিতে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়।


ফাইনাল ইতোমধ্যেই নিশ্চিত করেছে বাংলাদেশ নারী দল। মালদ্বীপের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচটি তাই বাংলাদেশের জন্য একরকম আনুষ্ঠানিকতা। আর এই ম্যাচেই জোড়া তুলে নিয়েছে মেয়েরা। টি-টোয়েন্টিতে এটাই বাংলাদেশ নারী দলের সর্বোচ্চ সংগ্রহ। আগেরটি ছিল পাকিস্তানের বিপক্ষে, সাত উইকেটে ১৫২ রান। গত অক্টোবরে পাকিস্তানের লাহোরের মাটিতে এই রান করেছে বাংলাদেশের মেয়েরা।


এরপর মাত্র ৬ রানে মালদ্বীপকে অলআউট করে মেয়েরা। এর আগে ৬ রানের নিচে কোনও দল অলআউট হয়নি। ৬ রানে অলআউট হয়েছে কেবল মালি নারী দল। চলতি এসএ গেমসে অবশ্য স্বাগতিক নেপালের কাছে ১৬ রানে এবং শ্রীলঙ্কার কাছে ৩০ রানে অলআউট হয়েছে মালদ্বীপের মেয়েরা। এবার আরও বড় লজ্জায় পড়তে হল তাদের।



promotional_ad

নেপালের পোখারাতে নিগার এবং ফারজানার কাছে পাত্তাই পায়নি নেপালের বোলাররা। দলীয় ১৯ রানের মধ্যে বাংলাদেশের দুই উদ্বোধনী ব্যাটসম্যান শামিমা সুলতানা (৫) এবং সানজিদা ইসলামকে (৭) ফিরিয়েছে মালদ্বীপ।


এরপর ২৩৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন নিগার এবং ফারজানা। টি-টোয়েন্টিতে এটাট বাংলাদেশের মেয়েদের সর্বোচ্চ রানের জুটি।


নিগারের ব্যাটে আসে ৬৫ বলে ১১৩* রান। ইনিংসে ছিল ১৪টি চার এবং তিনটি ছক্কার মার। অপরদিকে ২০টি চারে ৫৩ বলে ১১০ রানে অপরাজিত থাকেন ফারজানা। টি-টোয়েন্টিতে এটাই এই দুজনের প্রথম সেঞ্চুরি। 


সংক্ষিপ্ত স্কোরঃ



বাংলাদেশ নারী দলঃ ২৫৫/২ (২০ ওভার)
(নিগার ১১৩*, ফারজানা ১১০*; শাম্মা ১/৩৮)
মালদ্বীপ নারী দলঃ ৬/১০ (১২ ওভার)
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball