জুয়ার প্রস্তাব দিয়ে নিষিদ্ধ হচ্ছেন লজিস্টিক ম্যানেজার

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ক্রিকেটারদের অনৈতিক প্রস্তাব দিয়ে ক্রিকেটের সকল প্রকার কার্যক্রম থেকে নিষিদ্ধ হতে যাচ্ছেন লজিস্টিক ম্যানেজার শাকিল আবেদীন। বিপিএলের গত আসরে চট্টগ্রাম ভাইকিংসের লজিস্টিক ম্যানেজার ছিলেন তিনি।
গত বিপিএলের একটি ঘটনাকে কেন্দ্র করে তাঁকে নিষিদ্ধ করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির সূত্র জানায়, চট্টগ্রামের কয়েকজন ক্রিকেটারকে রাজশাহী কিংসে সুযোগ করে দেয়ার প্রস্তাব দেয় শাকিল। বিনিময়ে সেই ক্রিকেটারদের তাঁর কথা মতো কাজ করতে বলেন তিনি।

পরবর্তীতে শাকিলের এমন প্রস্তাবের কথা বিসিবির দুর্নীতি দমন বিভাগের কাছে জানায় সেই ক্রিকেটাররা। তদন্তে বেরিয়ে আসে ঘটনার সত্যতা। যার রেশ ধরেই এবার বিপিএলে নিষিদ্ধ হতে যাচ্ছেন শাকিল।
বিসিবির এমন সিদ্ধান্তের কথা এখনও জানেন না শাকিল। এমনকি দুর্নীতি দমন বিভাগ থেকে তাঁর সঙ্গে আলোচনাও হয়নি বলে জানিয়েছেন তিনি। উল্টো শাকিল জানান, অসুস্থ বাবার দেখভাল করতে এবারের বিপিএলে কোনো দলের সঙ্গে যুক্ত হচ্ছেন না তিনি।
কত দিনের নিষেধাজ্ঞা পাচ্ছেন শাকিল, এ বিষয়ে এখনও তথ্য পাওয়া যায়নি। তবে এবারের বিপিএল ম্যাচ মাঠে বসেও দেখতে পারছেন না তিনি, এটা নিশ্চিত বলা চলে।
বিপিএলের প্রথম আসরে স্পট ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েছিলেন ঢাকা গ্ল্যাডিয়েটর্সের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। প্রস্তাবটি দিয়েছিলেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার শরিফুল হক প্লাবন।
সতীর্থের কাছ থেকে এমন প্রস্তাব পেয়ে মাশরাফি টিম ম্যানেজমেন্টকে জানায় এবং পরে তাঁকে নিষিদ্ধ করে বিসিবি। তেমনই নজর তৈরি করলে বড় শাস্তি অপেক্ষা করছে শাকিলের জন্য।