promotional_ad

মিঠুনের প্রতি পুরোপুরি ভরসা সরোয়ার ইমরানের

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


আন্তর্জাতিক টি-টোয়েন্টির পারফরম্যান্স তেমন ভালো নয় মোহাম্মদ মিঠুনের। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অবশ্য মাঝেমধ্যে ভালো কিছু ইনিংস উপহার দিলেও তেমন ধারাবাহিক ছিলেন না তিনি। আসন্ন বঙ্গবন্ধু বিপিএলে মিঠুন খেলবেন সিলেট থান্ডার্সের হয়ে। দলটির উপদেষ্টা সারোয়ার ইমরান পুরোপুরি ভরসা রাখছেন মিঠুনের ওপর।


বাংলাদেশের পোশাকে ১৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেললেও এখন পর্যন্ত হাফ সেঞ্চুরির দেখা পাননি ২৮ বছর বয়সী মিঠুন। বিপিএলে তাঁর পারফরম্যান্স তেমন ধারাবাহিক নয়। যদিও রংপুর রাইডার্সের শিরোপা জয়ের বছরে বেশ ধারাবাহিক ছিলেন মিঠুন। এ কারণেই দেশের অভিজ্ঞ কোচ সারোয়ার ইমরানের নজর কেড়েছেন তিনি।



promotional_ad

বৃহস্পতিবার গণমাধ্যমকে সারোয়ার ইমরান বলেন, 'এই দলে শুধু রনি তালুকদার না। আমার সাথে সৈকত আছে, মিঠুন আছে। সবাই মোটামুটি ভালো। মিঠুন তো টি-টোয়েন্টিতে অনেক রান করেছে। রংপুরে ছিল। ভালোই রান করেছে প্রতি ম্যাচে।'


সাম্প্রতিক সময়ে তেমন ফর্মে নেই মিঠুন। ডানহাতি এই ব্যাটসম্যান ভারত সফরে চার ইনিংসে করেন যথাক্রমে ১৩, ১৮, ০ ও ৬ রান। এ ছাড়া ইংল্যান্ড বিশ্বকাপের সময় থেকেই আলোচনার কেন্দ্রে ছিল মিঠুনের স্ট্রাইক রেট।


সিলেট থান্ডার্সে সতীর্থ হিসেবে মিঠুনের সাথে থাকবেন মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল ইসলাম অপু, সোহাগ গাজী, রনি তালুকদার ও নাঈম হাসানরা। দলের দেশীয় ক্রিকেটারদের নিয়ে দারুণ আশাবাদী সারোয়ার ইমরান।  



তিনি আরও বলেন, 'আমাদের দলে দেশি যেসব খেলোয়াড়ের নাম আছে, আমার মনে হয় না সেটা নিচু সারির। আমরা সেরা দল গঠনের চিন্তাভাবনা করেছি। আমরা যদি একশ ভাগ ধরি, তাহলে স্থানীয় ক্রিকেটারদের ক্ষেত্রে আমরা ৭০-৭৫ ভাগ ছিলাম।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball