বঙ্গবন্ধু বিপিএলে দায়িত্ব পেয়ে রোমাঞ্চিত গিবস

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসরে সিলেট থান্ডারের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন দক্ষিণ আফ্রিকার সাবেক বিধ্বংসী ব্যাটসম্যান হার্শেল গিবস। বাংলাদেশের ঘরোয়া জমজমাট এই টুর্নামেন্টের অংশ হতে পেরে বেশ রোমাঞ্চিত প্রোটিয়া এই কোচ।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে বিপিএলের বিশেষ এই আসর আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমন একটি টুর্নামেন্টে অংশ নিতে এবং দর্শকদের সমর্থন দেখতে তর সইছে না দক্ষিণ আফ্রিকার হয়ে ৯০ টেস্ট, ২৪৮ ওয়ানডে এবং ২৩ টি-টোয়েন্টি খেলা এই ক্রিকেটারের।

একই সঙ্গে সিলেট থান্ডারের জন্য ভালো একটি বিপিএল আসরের প্রত্যাশা করছেন গিবস। দলটির ফেসবুক পেইজে একটি ভিডিও বার্তায় তিনি বলেন, 'আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সিলেট থান্ডারের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেয়ে আমি বেশ রোমাঞ্চিত।'
'বাংলাদেশের জাতির জনকের জন্ম শতবার্ষিকী উদযাপনে অংশ নিতে পেরে নিজেকে সম্মানিত মনে করছি। দর্শকদের সমর্থন দেখার জন্য তর সইছে না। সিলেটের জন্য ভালো একটি আসরের প্রত্যাশা করছি। সমর্থন দিতে ভুলবেন না এবং প্রস্তুত থাকুন। 'ব্যাটে-বলে বজ্রপাত'। শিগ্রই দেখা হচ্ছে।' যোগ করেন গিবস।
খেলোয়াড়ি ক্যারিয়ারের ইতি টানার পর কোচ হিসেবে বেশ অভিজ্ঞতা অর্জন করেছেন ৪৫ বছর বয়সী গিবস। আফগানিস্তান প্রিমিয়ার লিগ, ইউরো টি-টোয়েন্টি লিগের মতো বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি লিগে কোচের দায়িত্ব পালন করেছেন তিনি।
আগামী ১১ ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে বঙ্গবন্ধু বিপিএল। ৮ ডিসেম্বর উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠবে টুর্নামেন্টের। দলের সঙ্গে যোগ দিতে শীগগিরই বাংলাদেশে আসবেন গিবস।