promotional_ad

বঙ্গবন্ধু বিপিএলে দায়িত্ব পেয়ে রোমাঞ্চিত গিবস

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসরে সিলেট থান্ডারের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন দক্ষিণ আফ্রিকার সাবেক বিধ্বংসী ব্যাটসম্যান হার্শেল গিবস। বাংলাদেশের ঘরোয়া জমজমাট এই টুর্নামেন্টের অংশ হতে পেরে বেশ রোমাঞ্চিত প্রোটিয়া এই কোচ।


বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে বিপিএলের বিশেষ এই আসর আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমন একটি টুর্নামেন্টে অংশ নিতে এবং দর্শকদের সমর্থন দেখতে তর সইছে না দক্ষিণ আফ্রিকার হয়ে ৯০ টেস্ট, ২৪৮ ওয়ানডে এবং ২৩ টি-টোয়েন্টি খেলা এই ক্রিকেটারের।


promotional_ad

একই সঙ্গে সিলেট থান্ডারের জন্য ভালো একটি বিপিএল আসরের প্রত্যাশা করছেন গিবস। দলটির ফেসবুক পেইজে একটি ভিডিও বার্তায় তিনি বলেন, 'আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সিলেট থান্ডারের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেয়ে আমি বেশ রোমাঞ্চিত।'


'বাংলাদেশের জাতির জনকের জন্ম শতবার্ষিকী উদযাপনে অংশ নিতে পেরে নিজেকে সম্মানিত মনে করছি। দর্শকদের সমর্থন দেখার জন্য তর সইছে না। সিলেটের জন্য ভালো একটি আসরের প্রত্যাশা করছি। সমর্থন দিতে ভুলবেন না এবং প্রস্তুত থাকুন। 'ব্যাটে-বলে বজ্রপাত'। শিগ্রই দেখা হচ্ছে।' যোগ করেন গিবস।


খেলোয়াড়ি ক্যারিয়ারের ইতি টানার পর কোচ হিসেবে বেশ অভিজ্ঞতা অর্জন করেছেন ৪৫ বছর বয়সী গিবস। আফগানিস্তান প্রিমিয়ার লিগ, ইউরো টি-টোয়েন্টি লিগের মতো  বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি লিগে কোচের দায়িত্ব পালন করেছেন তিনি।


আগামী ১১ ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে বঙ্গবন্ধু বিপিএল। ৮ ডিসেম্বর উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠবে টুর্নামেন্টের। দলের সঙ্গে যোগ দিতে শীগগিরই বাংলাদেশে আসবেন গিবস।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball