উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে জানাতেও বিসিবির বিজ্ঞাপন!

ছবি: ছবি- বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সংবাদ সম্মেলনে করেই উদ্বোধনী অনুষ্ঠানের সকল বিষয় জানাতে পারত বিসিবি। কিন্তু সেটা না করে বড় অংকের টাকা খরচ করার পথ বেছে নিয়েছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি।
বিপিএল উদ্বোধনী অনুষ্ঠানের সময়, টিকেট পাওয়ার স্থান এবং পারফর্ম করা তারকাদের নাম উল্লেখ করে বিজ্ঞাপনটি দেয়া হয়েছে। কিন্তু পত্রিকায় দেয়া সে বিজ্ঞাপনে টিকেটের মূল্য জানায়নি তারা।

ভারতের সুপার স্টার সালমান খান এবং অভিনেত্রী ক্যাটরিনা কাইফ পারফর্ম করবেন এবারের বিপিএল উদ্বোধনীতে। এ ছাড়া ভারতের দুই সঙ্গীত শিল্পী সনু নিগাম এবং কৈলাস খেরকে সঙ্গীত পরিবেশনের জন্য আনছে বিসিবি। বাংলাদেশি শিল্পীদের মধ্যে বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন জেমস এবং মমতাজ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিপিএলের বিশেষ এই আসরের উদ্বোধন করবেন। বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের স্পন্সর করছে বসুন্ধরা গ্রুপ।
এবারের উদ্বোধনী অনুষ্ঠান উপভোগের জন্য ৮ হাজার টিকেটের ব্যবস্থা করেছে বিসিবি। যেখানে সাধারণ দর্শকদের জন্য রাখা হয়েছে ৫ হাজার টিকেট।
জাঁকজমক এই অনুষ্ঠানের টিকেট পাওয়া যাবে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইন্ডোর স্টেডিয়াম, গুলশানের দ্য ওয়েস্টিন ঢাকা, বনানীর ফাহিম মিউজিক এবং গুলশানের ক্যাফে ইডেনে। অনলাইন টিকেট পাওয়া যাবে সহজ, পে-পয়েন্ট, গ্যাজেডবাংলায়।
আগামী ৮ ডিসেম্বর অনুষ্ঠানটি শুরু হবে বিকাল সাড়ে ৪টায়। দর্শকদের স্টেডিয়ামে প্রবেশের অনুমতি থাকবে বেলা আড়াইটা থেকে বিকাল ৫টা এই সময়ের মধ্যে।