promotional_ad

কথায় নয়, কাজে বিশ্বাসী সোহান

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


আসন্ন বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে মাঠ মাতাবেন নুরুল হাসান সোহান। বিপিএলে দেশীয় সকল ক্রিকেটারের মতো সোহানেরও ব্যক্তিগত কিছু লক্ষ্য আছে। যদিও সেই লক্ষ্য এখনই প্রকাশ করতে চান না তিনি। বরঞ্চ ভালো পারফরম্যান্স করেই দেখিয়ে দিতে চান সবাইকে।


বুধবার (৪ ডিসেম্বর) গণমাধ্যমকে সোহান বলেন, 'সামনে থেকে বিপিএল শুরু হচ্ছে। প্রধান লক্ষ্য বিপিএলে ভালো খেলা। সবসময় যে ফরম্যাটে খেলি, সেটার একটা নির্দিষ্ট লক্ষ্য অবশ্যই থাকে।



promotional_ad

লক্ষ্য সবারই ভেতরে ভেতরে থাকে। আমার যে লক্ষ্যটা আছে, সেটা মুখে না বলে কাজ করে দেখানোটা নিয়ে আগ্রহ বেশি থাকে। নিজের ভেতরে যে লক্ষ্য থাকে সেটা বাইরে প্রকাশ করার চেষ্টা করি না।'


এবারের বিপিএলে ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ রিয়াদ, জুনায়েদ সিদ্দিকী, মুক্তার আলি, নাসির হোসেন ও এনামুল হক জুনিয়রদের সতীর্থ হিসেবে পাচ্ছেন সোহান।


বিদেশি ক্রিকেটারদের মধ্যে দলটিতে আছেন ক্রিস গেইল, লেন্ডল সিমন্স, ইমাদ ওয়াসিম, রায়ার্ন বার্ল ও অভিস??কা ফার্নান্দোদের মতো অভিজ্ঞ টি-টোয়েন্টি পারফর্মাররা।



ভারসাম্যপূর্ণ এই দলটিতে খেলা কিছুটা চ্যালেঞ্জিং উল্লেখ করে সোহান আরও বলেন, 'এরকম আসর যখন হয় বিদেশি ক্রিকেটারদের সঙ্গে খেলার একটা পরিবেশ সৃষ্টি হয়। তাদের সঙ্গে ড্রেসিং রুম শেয়ার করে আমরা হয়তো অনেক কিছু জানতে পারি। বিদেশিরা আসলে আমাদের চ্যালেঞ্জ আরও বেশি থাকে।


দেশি যারা আছে তারা চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। সবাই সবার জায়গা থেকে যেন আমরা ভালো করতে পারি। চ্যালেঞ্জ বা চাপ সবকিছুই আমি উপভোগ করি। আমার কাছে এসব যখন আসে তখন আমার অনুভূতি অন্যরকম থাকে। সত্যি বলতে অনেক উপভোগ করি।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball