স্বর্ণের দিকে একধাপ এগোলো সৌম্য-শান্তরা

ছবি: ছবি- বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
সাউথ এশিয়ান গেমসে (এসএ) ছেলেদের ক্রিকেট ইভেন্ট জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত ম্যাচটিতে তানভীর ইসলামের বিধ্বংসী বোলিংয়ে মালদ্বীপকে ১০৯ রানের বড় ব্যবধানে হারিয়েছে নাজমুল হোসেন শান্তর দল।
২০ ওভারের ম্যাচে আগে ব্যাটিং করে সৌম্য সরকার, শান্তদের দুর্দান্ত ব্যাটিংয়ে মালদ্বীপকে ১৭৫ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় বাংলাদেশ। রান তাড়ায় ৬৫ রানেই অলআউট হয়ে যায় মালদ্বীপ। অসাধারণ ঘূর্ণি জাদু দিয়ে প্রতিপক্ষের ব্যাটিং লাইন আপে ধস নামান বাঁহাতি স্পিনার তানভীর।
একাই ৫ উইকেট তুলে নেন এই স্পিনার। চার ওভার হাত ঘুরিয়ে ১৪ রান দিয়েছেন তিনি। নেপালের দুইজন ব্যাটসম্যান যেতে পেরেছিলেন দুই অংকের ঘরে। দলের হয়ে সর্বোচ্চ ১২ রান করেছেন ওপেনার আলী ইভান।

বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট পেয়েছেন আফিফ হোসেন এবং মিনহাজুল আবেদীন আফ্রিদি।
এর আগে নাঈম শেখ, সৌম্য এবং শান্ত দারুণ ব্যাটিংয়ে ১৭৪ রানের পুঁজি পায় বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। দলের হয়ে সর্বোচ্চ ৪৯ রানের ইনিংস খেলেন অধিনায়ক শান্ত। এ ছাড়া সৌম্য ৪৬ এবং নাঈম ৩৮ রান করেন।
মালদ্বীপের হয়ে একটি করে উইকেট নেন ইব্রাহিম হাসান, মোহাম্মদ মাহফুজ, আজিয়ান ফারহাথ।
সংক্ষিপ্ত স্কোরঃ
বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলঃ ২০ ওভারে ১৭৪/৪ (সৌম্য ৪৬, শান্ত ৪৯; ইব্রাহিম ১/৩১, মাহফুজ ১/৩১)।
মালদ্বীপ অনূর্ধ্ব-২৩ দলঃ ১৯.২ ওভারে ৬৫/১০ (আলী ১২, আহমেদ ১০; তানভীর ৫/১৪, আফিফ ২/৭)।